বিশ্বের সবচেয়ে ধনী - TopicsExpress



          

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস এর প্রতি সেকেন্ডে উপার্জন ২৫০ ডলার!! সবচেয়ে ধনী ফুটবলার বেকহ্যামের একাউন্টে সেকেন্ডের কাঁটাটি ঘুরার সাথে সাথে ৪০ ডলার করে যোগ হয়!! আমাদের দেশে কি এমন বড়লোক নাই? - আছে। কালকেই সংসদে দেওয়া আন্দালিবের বক্তৃতা থেকে জানতে পারলাম ভিওআইপি থেকে প্রতিদিন চুরি হওয়া১৭ কোটি টাকা মন্ত্রী নানকের মেয়ে আর মন্ত্রী টুকু ভাগ করে নেয়। (যেহেতু কোন প্রতিবাদ বা মানহানী মামলা হয়নি, কাজেই এটা সত্যবলে ধরে নিচ্ছি) যদি ভাগাভাগিটা ৫০/৫০ হয়, তাহলে নানক সাহেবের মেয়ের প্রতি দিনের ইনকাম= ৮,৫০,০০,০০০ টাকা তাহলে প্রতি সেকেন্ডে ইনকাম= ৮,৫০,০০,০০০/২৪*৬০*৬০=৯৮৩.৭৯ টাকা, অর্থাৎ, একজন গার্মেন্টস শ্রমিক সারা মাসে যা কামায়, তা নানক সাহেবের মেয়ের আড়াই সেকেন্ডের উপার্জনের সমান। আর, আমি ৪ মিনিটে এই স্ট্যাটাসটি লেখাকালীন উনি উপার্জন করেছেন, ৯৮৩.৭৯*৬০*৪= ২ লক্ষ ৩৬ হাজার ১০৯টাকা। আর আপনি যতক্ষণে পড়েছেন, ততক্ষণে নানক সাহেবের মেয়ের কামাই হয়েছে ৯৮৩.৭৯*৪৫= ৪৪ হাজার ২৭০ টাকা । মজা পাইলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না
Posted on: Wed, 19 Jun 2013 12:16:47 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015