বিশ্বমানের নিরিখে - TopicsExpress



          

বিশ্বমানের নিরিখে পিছিয়ে পড়েছে ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান | সবথেকে খারাপ অবস্থা কলকাতা বিশ্ববিদ্যালয়ের | ১০০ ধাপ পিছিয়ে ১৫৭ বছরের এই বিশ্ববিদ্যালয় নেমে গেছে ৭০০ নম্বর স্থানে | QS World University Rankings-এ প্রথম ২০০ টির মধ্যে জায়গা পায়নি একটিও ভারতীয় বিশ্ববিদ্যালয় | চারটি মাপকাঠিতে এই ranking করা হয়েছে | সেগুলো হল research , teaching, employability এবং internationalization | পুরো প্রক্রিয়াতে সূচক রাখা হয়েছে মোট ছটি | সেগুলো হল academic reputation (40%), employer reputation (10%), and facultystudent ratio (20%), citations per faculty (20%), international students (5%) এবং international faculty (5%) | সবকটাতেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের পারফর্ম্যান্স জঘন্য | তবে প্রথম ২০ টা বিজনেস স্কুলের মধ্যে আছে IIMC | এই ranking সংক্রান্ত তথ্য চেয়ে পাঠানো হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে | গত সপ্তাহে প্রকাশিত হয়েছে QS World University Rankings | সেখানে প্রথম ৮০০ জনের মধ্যে সবথেকে ভাল ফল Delhi IIT-র | আছে ২২২ নম্বরে | এছাড়া প্রথম ৩০০ জনের মধ্যে আছে আর দুটি ভারতীয় প্রতিষ্ঠান | ২৩৩ নম্বরে IIT Bombay এবং ২৯৫ নম্বরে IIT Kanpur | IIT Madras পেয়েছে ৩১৩ নম্বর জায়গা | ৩৪৬-এ আছে IIT Kharhagapur | একমাত্র এই প্রতিষ্ঠানই উন্নতি করেছে | গত বছর এর স্থান ছিল ৩৪৯-এ | সেখান থেকে এগিয়েছে ৩ ধাপ |
Posted on: Sun, 22 Sep 2013 00:34:18 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015