বাসায় সাতজন মেহমান __ - TopicsExpress



          

বাসায় সাতজন মেহমান __ এরমধ্যে তিনজন আন্ডা থিকা ফুটা পাবলিক , মানে তিন থেকে সাড়ে চার বছরের বয়সী আর কি ! আরিব্বাপরে বাপ ! প্রতিমূহুর্তেই আমার মনে হচ্ছে এদের শরীরে কেও বিচুটি পাতা ঘষে দিয়েছে ! এক সেকেন্ডও স্থির নাই । ননস্টপ মারামারি আর খাবার সারাঘরে ছড়িয়ে ছিটিয়ে বেড়াচ্ছে এরা । যখন মারামারি শুরু করে তখন এদের থামাতে গিয়ে আমি নিজে যে কতগুলা মাইর খাইসি আল্লাহ মালুম ! সবচেয়ে আজব বিষয় হলো এরা যে কোন দুইজন একজনকে সমানে মারতে শুরু করে , মানে একজনকে ধরতে পারলেই হলো । আবার যখন আমাকে মারতে শুরু করে তখন সবগুলা একসাথে _ যাকে মাইর থেকে বাচালাম সেও , হাতে যা থাকে তাই দিয়েই ( একজনের হাতে কমলার চটকানো অংশ , আরেজন মিষ্টি চটকে হাতে , আরেকজনের হাতে ফল কাটার ছুরি , আর ভাগ্যিস ছুরি দিয়ে মারটা ল্যাপটপে লাগসে _ আমার গায়ে না ) আসলে আমিই আমাদের বাসার সবচেয়ে পিচ্চি পাবলিক , আমারচে পিচ্চি আর কেও নাই তাই পুচকা পুচকির অত্যাচার সহ্য করা আমাদের ধাতে কোনকালেই ছিলনা । আল্লাগো আর কিছুক্ষন এরা এইখানে থাকলে আমারে মাইরাই ফালাইবো ( আসলেই খুব আতঙ্কে আছি )
Posted on: Thu, 24 Oct 2013 07:16:07 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015