বাসর রাতে ঘরে ঢোকার আগে - TopicsExpress



          

বাসর রাতে ঘরে ঢোকার আগে একটা কাগজে কিছু প্রশ্ন লিখে নিয়েছিলাম। প্রশ্নগুলো ছিল -- ১. আমাকে কেন বিয়ে করলে ? ২. আমাকে কি বোঝা মেনে বিয়ে করেছ নাকি স্বামী মেনে ? ৩. এই বিয়ে কি তোমার নিজস্ব মতামতের ভিত্তিতে হয়েছে নাকি জোরপূর্বক করানো হয়েছে ? ৪. বিয়ের আগে কি তোমার কোনো বয়ফ্রেন্ড ছিল ? ...... আগে এই চারটি প্রশ্নের উত্তর দাও।পরে আরো কিছু জানার থাকলে জিজ্ঞেস করব ॥ আপনারা যারা পড়ছেন তারা হয়ত ভাবছেন, কাগজে লেখার কারন কি !! কাগজে লিখতে আমি বাধ্য ছিলাম। কেননা, ভার্সিটিতে ২য় বর্ষে উঠার পর এক ভয়াবহ রোগে আমি আমার বাক শক্তি হারিয়ে ফেলেছি। প্রথম বর্ষে পড়ার সময় ওর সাথে আমার প্রায়ই চোখাচখি হত। কিন্তু কোনোদিন কথা হয়নি। ওর অন্যান্য বান্ধবীর সাথে কথা হত কিন্তু ওর সাথে কথা হতনা। ২য় বর্ষে উঠার পরপরই আমি বাকশক্তি হারিয়ে ফেলি।এই ঘটনা যখন বন্ধুদের মাঝে ছড়িয়ে পড়ে ও তখন আমাকে অবাক করে দিল একদিন। লাইব্রেরীতে বসে কিছু নোট তৈরী করছিলাম। এমন সময় ও এসে আমাকে একটা কাগজ দিল। কাগজটা দেখে বুঝলাম, কাগজটি ডায়েরি থেকে ছেড়া। কাগজটা হাতে নিয়ে আমি মুচকি হাসলাম আর ও মুচকি হেসে চলে গেল। ডায়েরি থেকে ছেড়া কাগজটিতে লেখা ছিল, " আমি চাইনা ভবিষ্যতে তোমার ছেলে আমার মেয়েকে বিরক্ত করুক !! তুমি চাইলে ওরা ভাই-বোন হয়ে থাকতে পারে। তোমার মতামতের অপেক্ষায় রইলাম " ঐ মুহূর্তে আমি যতটা না অবাক হয়েছিলাম তার চেয়ে বেশি হেসেছিলাম এই ভিন্ন স্টাইলের প্রস্তাব পেয়ে। সময়ের পরিবর্তনের ধারাবাহিকতায় ওর সাথে আমার বিয়ে হল। আর বাসর রাতে আমি ওকে কাগজে লিখে যে চারটি প্রশ্ন করেছিলাম তার উত্তরগুলো ছিল এরুপ -- ২. তোমাকে প্রথমে সবচেয়ে ভাল বন্ধু ভেবে এবং পরে স্বামী ভেবে বিয়ে করেছি। ৩. এই বিয়ে শুধু আমার ইচ্ছাতেই নয় বরং আমার স্বপরিবারের ইচ্ছাতেই হয়েছে। ৪. হ্যা, আমার একজন বয়ফ্রেন্ড ছিল।তার নাম সাইফুল। আমি বল্লাম,"আমার প্রথম প্রশ্নের উত্তর ??" এই বলতেই ও আমার কাছে এসে আমাকে বলল," ভার্সিটির প্রথম বছরটা কি তোমাকে বুঝার জন্য যথেষ্ঠ নয় !! ভার্সিটির প্রথম বর্ষ থেকেই আমার তোমাকে ভাল লাগত। তোমার বাকশক্তি হারিয়ে গেছে বলেত আর আমার ভালবাসার শক্তি হারিয়ে যায়নি।" ...... আমাদের বিয়ের ৫ম এনিভার্সারি আজ। এখনও আমি কথা বলতে পারিনা।কিন্তু আমার প্রতি ওর ভালবাসা এখনো আগের মতই। ও সত্যিই বলেছিল সেই রাতে। ও আমার ভাল বন্ধু আগে পরে স্ত্রী। আরেকটা কথা, ওর বিয়ের আগের আগের সেই বয়ফ্রেন্ড সাইফুল আমিই ॥ লিখাঃ AR Rayhan
Posted on: Fri, 28 Jun 2013 16:36:33 +0000

Trending Topics




© 2015