বরগুনার উপনির্বাচনের - TopicsExpress



          

বরগুনার উপনির্বাচনের ফলাফল আওয়ামী লীগের তলানিতে পরে থাকা আত্মবিশ্বাস টুকুও শেষ করে দিয়েছে। এই ফলাফলের কারনে তাদের তৃণমূল নেতা কর্মীরা দ্বিধাহীন হয়ে গেছে যে, আওয়ামীলীগের প্রার্থীর বিরুদ্ধে কলাগাছ দাড়ালেও আওয়ামী প্রার্থী হেরে যাবে। অনেকে এও বিশ্বাস করতেছে যে যদি একক ভাবে নির্বাচন করে আর তা নির্ভয়ে সুষ্ঠ ভাবে করে তাহলে হয়তো স্বতন্ত্র প্রার্থীরা-ই বেশি আসনে জয়ী হবে। বরগুনায় আওয়ামী লীগের বিপরীতে প্রার্থী যে ছিলো সে সাধারনত শ পাঁচেক ভোট পাওয়ার মতো প্রার্থী। আথচ এই প্রার্থীর বিরুদ্ধে জিততেও কারচুপি আর প্রভাব বিস্তার করতে হয়েছে। আমি যতদুর জানি প্রথম দিককার কিছু ফলাফল আওয়ামী লীগের বিপরিতে-ই ছিলো। পরে সেটা হয়তো সমন্বয় করে কোন ভাবে জয় পাওয়া গেছে (এটা আওয়ামী কর্মীরাও বিশ্বস করে) এর ফলে হাসিনার উন্মাদ না হয়ে উপায় আছে??? ভেড়া মারায় রামপালের প্রজেক্ট উদ্বোধন !!!!!! ........................ আওয়ামী লীগ দেওলিয়া হয়ে গেছে সেই কবে-ই ......... এখন তারা তাদের সমর্থকদেরও দেউলিয়া করে দিচ্ছে!!!
Posted on: Fri, 04 Oct 2013 18:39:33 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015