বর্তমানে বাংলাদেশে - TopicsExpress



          

বর্তমানে বাংলাদেশে পলিটেকিনিক ছাত্র ছাত্রীদের জন্য বিভিন্ন প্রকাশনীর পাঠ্যবই বাজারে বের হয়েছে।যেমন হক প্রকাশনী,পরশ প্রকাশনী,টেকনিক্যাল প্রকাশনী,প্রাইম প্রকাশনী,শাহনাজ পাবলিকেসন্স।এসব প্রকাশনীর লেখক গন কারিগরি শিক্ষাবোর্ড এর সিলেবাস আনুযায়ী বই লিখে থাকেন।কিন্তু লেখক গন নিজের মত করে লেখার কারণে এক প্রকাশনীর সাথে আন্য প্রকাশনীর লেখার পার্থক্য দেখা দেয়। যেমন এক প্রকাশনীর একটি বিষয় এর লেখা একরকম। আবার আন্য প্রকাশনীর লেখা আরেকরকম ।।এর ফলে ছাত্র ছাত্রীরা পড়তে গিয়ে বিভ্রান্তি তে পড়তে হয়। এর ফলে তারা পরীক্ষায় উত্তর সঠিকভাবে উপস্থাপন করতে পারছে না। ফলে তারা বিভিন্ন বিষয় এ ফেল করছে।তাই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর উচিত পলিটেকনিক ছাত্রদের জন্য তাদের নিজস্ব ব্যবস্থাপনায় পাঠ্যবই প্রকাশ করা।কারিগরি শিক্ষাবোর্ড বই ছেপে বাজারে ছাড়বে । পলিটেকনিক ছাত্ররা বাজার থেকে কারিগরি শিক্ষা বোর্ড নির্ধারিত মুল্যে পাঠ্যবই কিনবে।ফলে আমাদের পরীক্ষায় উত্তর দিতে বিভ্রান্তি হবেনা। Md Juel Rana
Posted on: Tue, 02 Sep 2014 08:22:12 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015