বর্তমানে সময়ে সমগ্র - TopicsExpress



          

বর্তমানে সময়ে সমগ্র বিশ্বের ধনী, শিক্ষিত পরিবার হতে বুদ্ধের শিক্ষা, ধর্ম ও দর্শনের প্রতি আকৃষ্ট হয়ে বৌদ্ধধর্ম গ্রহণের হার অনেকাংশে বেড়েই চলেছে। কিন্তু আমাদের দেশে বৌদ্ধ সমাজে জন্ম নিয়ে, জন্মগত বৌদ্ধ হয়েও অনেকেই বুদ্ধের এ অমৃত, বিমুক্তি সুখের ধর্মের প্রতি অজ্ঞানতার কারণে বিপদগামী হচ্ছে। আপনাদের প্রত্যেকেরই হয়ত মনে আছে, আমেরিকায় জন্মজাত হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্রিষ্টেন ষ্টুয়ার্টের কথা। ২৪ বছর বয়সী এ অভিনেত্রী বৌদ্ধধর্ম অনুশীলন শুরুর পর তার অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন- “বৌদ্ধধর্ম অনুশীলনের ফলে আমি এক অসাধারণ শান্তি খুঁজে পাচ্ছি যা অন্য কোথাও পাওয়া সম্ভব নয়।” টুইলাইট মিরিন খ্যাত ক্রিষ্টেন ষ্টুয়ার্টের বৌদ্ধধর্ম অনুশীলনের খবরটি গত ১৩ জুলাই ২০১৩ এ প্রকাশিত হবার পর বিশ্বব্যাপী ব্যাপক আলোড়িত হয়। প্রথমদিকে ক্রিষ্টেন অভ্যন্তরীণ শান্তি ও পরম সুখ অনুভব করতে নিচিরেন বৌদ্ধধর্ম অনুশীলন করেন শুরু করেন। এ ধরণের অনুশীলন “দি লর্ড অব দ্যা রিং” সিরিজ খ্যাত প্রভাবশালী অভিনেতা অরল্যান্ডো ব্লুম এবং মিরান্ডাও করেন। ক্রিষ্টেন ষ্টুয়ার্ট ১৯৯০ সালে এক খ্রীষ্টান পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি পিতামাতার সাথে ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসে বড় হন। তার বাবা জন স্টুয়ার্ট একজন ষ্টেট ম্যানেজার এবং টেলিভিশন প্রযোজক। তার মা জুলস মান স্টুয়ার্ট মূলত একজন অস্ট্রেলিয়ান।
Posted on: Fri, 01 Aug 2014 08:54:21 +0000

Recently Viewed Topics




© 2015