বর্তমানে ৮ম-১০ম শ্রেনীতে - TopicsExpress



          

বর্তমানে ৮ম-১০ম শ্রেনীতে পড়ুয়া শতকরা ৬০ ভাগ ছাত্রীদেরই ফ্যাশন নামক বস্তুর নাম বয়ফেন্ড। এক সময় যে সকল মেয়েদের বয়ফেন্ড আছে তাদের হাসির পাত্র হিসাবে বিবেচিত করা হতো। কিন্তু এখন সমাজ পাল্টে গেছে। এখন যে সকল মেয়েদের বয়ফেন্ড নাই তাদের নিয়ে হাসা হাসি করে অন্য মেয়েরা। এইতো সেদিন পাশের বাসার মেয়েটাকে নাকি তাদের বান্ধবী ঝগড়ার সময় বলেই ফেলল, “তোর চেহারা খারাপ, চেহারার ভিতর সেক্সি সেক্সি ভাব নাই, তাই তোর বয় ফেন্ডও নাই। বর্তমানে ৮ম-১০ম শ্রেনীর মেয়েরা এক নোংরা প্রতিযোগিতায় নেমেছে, কে কয়টা ছেলেদের কাছ থেকে কতটা অফার পেল। কার পিছু কতটা ছেলে ছেলে ঘুরে। যেখানে তাদের লক্ষ থাকার কথা ছিল কে কতটা ভালো রেজাল্ট করে ঐ দিকে। আর ৮ম-১০ম শ্রেনী পড়ুয়া একটা মেয়ে ভালোবাসা নামক শব্দটির কি বুঝে?? এরা সাধারন্ত প্রেম করার জন্য উওম মনে করে কলেজে পড়া বড় ভাই অথবা বাসার স্যারদের কে। কিন্তু যখন বড় ভাইরা use করে চলে যায় তখন তারা নতুন জীবন শুরু করে। যা আমাদের অনেকেরই অজানা। দোষটা যে তাদের তা কিন্তু নয়। দোষটা তাদের বয়সের, সমাজের আর আকাশ সংস্কৃতির। প্রতিটা সন্তানের প্রতি পরিবারে একটু লক্ষ রাখা প্রয়োজন। তারা যেন কচি বয়সে এমন খেলায় না জড়ায়। তা না হলে, ধ্বংশ হয়ে যাবে হাজারো ফিউর ছেলের ফিউর বউ পাবার স্বপ্ন। ------------------------------
Posted on: Mon, 19 Jan 2015 07:42:54 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015