বুয়েটে ছাত্রাবস্থায় আমি - TopicsExpress



          

বুয়েটে ছাত্রাবস্থায় আমি ১৩ বার রক্ত দান করেছিলাম। রক্ত বেশি দান করতাম বলে বন্ধুরা আমাকে বলত আরে O +ত গরুর রক্ত, সবাই দিতে পারে। কখনও ভাবি নি যে, আমার/আমার পরিবারের জন্যও কখনও রক্ত লাগতে পারে। আজ সময় এসেছে মানুষের কাছে সাহায্য চাওয়ার। রক্তের বিকল্প কিছু নেই। আমার স্ত্রী Eclampsia রোগে আক্রান্ত। সকাল ১২ টার মধ্যে সিজার করাতে হবে। যার জন্য ৪/৫ ব্যাগ O+ve রক্তের প্রয়োজন। প্লিজ কেউ সাহায্য করুন। স্থানঃ ঢাকা সেন্ট্রাল হাসপাতাল, যোগাযোগঃ ০১৭১৯০৮২৫০২, ০১৯৪২৫০০১২২, ০১৯১৬৯৫৫৮২৩, ০১৭২৩৫৭৩১৪৮। সাজু, ব্যাচ-০৩, মেকানিক্যাল, বুয়েট (সাবেক)। মানবতার খাতিরে পোস্ট টি শেয়ার করলাম।।। আপনারাও করুন।।।
Posted on: Fri, 25 Oct 2013 19:07:33 +0000

Recently Viewed Topics




© 2015