(বৃহস্পতিবার) চাঁদ - TopicsExpress



          

(বৃহস্পতিবার) চাঁদ দেখলো না সউদী আরব। সউদীতে ঈদ ৬ অক্টোবর, আরাফা ৫ই অক্টোবর। মিথ্যা বলে দুইদিন আগেই চাঁদ দেখার ঘোষণা দিয়েছে আলে সৌদরা: গতকাল বৃহস্পতিবার সউদী আরবে জিলহজ্জ মাসের চাঁদ দেখা যায়নি। তাই সউদী আরবে আগামী শনিবার জিলহজ্জ মাসের এক তারিখ হবে এবং আগামী ৬ই অক্টোবর পবিত্র ঈদ-উল-আযহা এবং ৫ই অক্টোবর পবিত্র আরাফার দিন হবে। আন্তর্জাতিক চাদ গবেষণা সংস্থা আইকপ এর সউদী প্রতিনিধি এবং কিং আব্দুল আজিজ সিটি এন্ড সাইন্স এন্ড টেকনোলিজ ইউনিভার্সিটির এস্ট্রোনমার এবং বিজ্ঞানী সালেহ আল সাব সৌদি আরবের আল-গাছিম প্রদেশের আল বসর সিটি থেকে ২৫ তারিখ (বৃহস্পতিবার) চাদ দেখা নিয়ে তার পাঠানো রিপোর্টে বলেন: “the sky was clear, the atmospheric condition was hazy, the crescent was not seen by naked eye, the crescent was not seen by binocular, the crescent was seen by telescope” অর্থ: “আকাশ ছিলো পরিষ্কার, পরিবেশ ছিলো কুয়াশাচ্ছন্ন। চাদ খালি চোখে দেখা যায় নি। চাদ দূরবীন দিয়েও দেখা যায় নি। তবে টেলিস্কোপ দিয়ে দেখা গেছে।” (উল্লেখ্য: শরীয়তে খালি চোখে চাঁদ দেখা শর্ত) এদিকে, গত ২৪ তারিখ সউদী সরকার যে মনগড়া চাদ দেখার ঘোষণা দিয়েছে তার তীব্র প্রতিবাদ করেছেন বাংলাদেশের সিলেটের অধিবাসী আইকপ মেম্বার ইঞ্জিনিয়ার কামরান উদ্দিন। তিনি সউদী আরবের পূর্ব প্রদেশ ডামমান সিটি থেকে ২৪ তারিখ (বুধবার) পাঠানো রিপোর্টে বলেন: “sky was clear, the atmospheric condition was hazy, the crescent was not seen by naked eye, the crescent was not seen by binocular, the crescent was not seen by telescope, the crescent was not sought by CCD Imaging” অর্থ: আকাশ ছিলো পরিস্কার, পরিবেশ ছিলো কুয়াচ্ছন্ন। চাদ খালি চোখে দেখা যায়নি, দূরবীন দিয়েও দেখা যায়নি, টেলিস্কোপ দিয়েও দেখা যায়নি, সিসিডি ইমেজেও দেখা যায়নি। আইকপ মেম্বার ইঞ্জিনিয়ার কামরান উদ্দিন আরো বলেন: On Wednesday 24th September 2014 (29th Dhul Hijjah as per Ummul Qura Calendar) I was in Dammam (Saudi Arabia) and decided to join the local Hilal observer group. The sun disappeared 5 minutes before the local sunset behind the hazy/dusty horizon, so there was no chance of sighting the hilal, even with telescopes. I was told that none of the official Hilal Committee Members were able to sight the hilal either, but the court has accepted the claims of a few early-sighters from near Riyadh (Shaqra/Sudair), even though the moon was not expected to be sighted anywhere in the whole world on that evening. অর্থ: গত বুধবার ২৪শে সেপ্টেম্বর ২০১৪ (২৯ যিলকদ, উম্মুল কুরা ক্যালেন্ডার। উল্লেখ্য উম্মুল কুরা বিশেষ এক ধরনের কালেন্ডার যা আগে থেকেই ফিক্সড থাকে)। আমি সউদী আরবের দাম্মান সিটিতে ছিলাম এবং স্থানীয় চাঁদ পর্যবেক্ষক দলের সাথে যোগ দিলাম। পরিবেশ এতটাই কুয়াশাচ্ছন্ন ছিলো যে, স্থানীয় সূর্যাস্ত সময়ের ৫ মিনিট পূর্বেই সূর্য অদৃশ্য হয়ে গেলো। এ পরিবেশে চাঁদ দেখা একেবারেই অসম্ভব। এমনকি টেলিস্কোপ দিয়েও দেখা সম্ভব না। আমি বললাম: কোন চাঁদ পর্যবেক্ষক কমিটির সদস্যের পক্ষে চাঁদ দেখা সম্ভব না। কিন্তু এর মধ্যে দাবি করা হলো: সউদী কোর্ট দুইজন ব্যক্তির স্বাক্ষী গ্রহণে করেছে, তারা নাকি আগেই চাদ দেখে ফেলেছে, যদিও সে দিন সন্ধায় সারা বিশ্বের কোথাও চাঁদ দেখার সম্ভবনা আশা করা হয়নি।” যেহেতু এ মাসে পবিত্র হজ্জ রয়েছে এবং সেটা যেহেতু সউদী আরবেই হবে। তাই সউদী আরবের চাঁদ দেখার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হজ্জের প্রত্যেকটা আমলই চাঁদের তারিখের উপর নির্ভরশীল। কিন্তু সউদী সরকার চক্রান্ত করে ২ দিন আগেই চাঁদ দেখার ঘোষণা দিয়ে সবার হজ্জটাকে নষ্ট করে দিতে চাচ্ছে। পৃথিবীর সকল মুসলমানদের উচিত সউদী সরকারের এ ঘৃন্য চক্রান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করা। সূত্র: icoproject.org/icop/hej35.html
Posted on: Sun, 28 Sep 2014 14:48:06 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015