বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর - TopicsExpress



          

বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০১৩ প্রসন্নের পক্ষ নেয়ায় বান্দরবান আওয়ামী লীগের আরো ছয়নেতাকে বহিষ্কার নিজস্ব সংবাদদাতা, বান্দরবান বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি প্রসন্ন কামিত্ম তঞ্চঙ্গা দলীয় প্রার্থীর বিরম্নদ্ধে অবস্থান নিয়ে মনোনয়ন জমা দেয়ায় প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে নেতাকর্মীদের মধ্যে। দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে প্রসন্ন কামিত্ম তঞ্চঙ্গাকে দল থেকে বহিষ্কারের পর এবার আরো ৬ নেতার বিরম্নদ্ধে বহিষ্কারের সিদ্ধামত্ম নিয়েছে জেলা আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক জরম্নরি বৈঠকে এ সিদ্ধামত্ম নেয়া হয়েছে বলে জানা গেছে। বহিষ্কৃতরা হলেন : সদর উপজেলা আওয়ামী লীগের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জলেক কামিত্ম তঞ্চঙ্গা, সাংগঠনিক সম্পাদক সুভল চাকমা, রাজবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শৈহ্লামং মার্মা, সুয়ালক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাহার বাবুল খান, সদর ইউনিয়র যুবলীগের সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক সুমন কামিত্ম তঞ্চঙ্গা। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি প্রসন্ন কামিত্ম তঞ্চঙ্গার পক্ষ অবস্থান নেয়ায় তাদের দল থেকে বহিষ্কারের সিদ্ধামত্ম নেয়া হয়েছে বলে জানান জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজি মুজিবুর রহমান ৬ নেতাকে বহিষ্কারের সিদ্ধামেত্মর কথা স্বীকার করে জানান, এই ৬ নেতা দলীয় সিদ্ধামেত্মর বাইরে গিয়ে শৃঙ্খলা ভঙ্গ করে প্রসন্ন কামিত্ম তঞ্চঙ্গার পক্ষ অবস্থান নিয়েছে। এ কারণে সিনিয়র নেতাদের মতামতের ভিত্তিতে তাদের বাহিষ্কারের সিদ্ধামত্ম নেয়া হয়েছে। তবে এ বিষয়ে বেশি এর চাইতে কিছু জানান নি সাধারণ সম্পাদক কাজি মুজিবুর রহমান্। উলেস্নখ্য, গত ২ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সভাপতি প্রসন্ন কামিত্ম তঞ্চঙ্গা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলে তাকে কার্যনির্বাহী কমিটির জরম্নরি বৈঠক ডেকে বহিষ্কার করা হয়। তবে প্রসন্ন কামিত্ম এ বহিষ্কারাদেশের তীব্র তিন্দা জানান ও তার বিরম্নদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। ঐ দিনই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজি মুজিবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রসন্ন কামিত্মর পক্ষ যারা অবস্থান নিবেন তাদেরও বহিষ্কার করা হবে। এ বিজ্ঞপ্তি জারির একদিন পরই ৬ নেতাকে বহিষ্কারের সিদ্ধামত্ম নিলো আওয়ামী লীগ। এ বিষয়ে সুবল চাকমার সাথে যোগাযোগ করা হলে তিনি ক্ষোভ করে জানান, কিছু সুাধাভোগী নেতাদের কারণে আজ আওয়ামী লীগের করম্নণ অবস্থা বান্দরবানে। এ কারণে সংসদীয় আসনটিও হারানোর আশংকা রয়েছে। বীর বাহাদুর এমপি কখনই নেতাকর্মীদের সাথে ভাল ব্যবহার করেন নি। সাধারণ মানুষ পরিবর্তন চায়। আমরা নানা প্রতিকূলতায় এখন বাধ্য হয়ে বিদ্রোহী প্রার্থী প্রসন্ন কামিত্ম তঞ্চঙ্গার পক্ষ অবস্থান নিয়েছি। বহিষ্কারের বিষয় সম্পর্কে তারা এখনো কিছু জানেন না বলে সুবল চাকমা জানান।
Posted on: Thu, 05 Dec 2013 02:44:22 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015