ব্রাজিল এমন একটি দেশ - TopicsExpress



          

ব্রাজিল এমন একটি দেশ যার আছে ১০০ বছরের ফুটবল ঐতিহ্য। ব্রাজিল ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে অংশগ্রহণ করে। ★★ ১৯৫৮—১৯৬২—১৯৭০—১৯৯৪— ২০০২ , সালে মোট পাচ বার চ্যাম্পিয়ন হয়। ★ রানার্স আপ — 1950 , 1998। ★ তৃতীয় স্থান — 1938, 1978। ★★কনফেডারেশন কাপ — চ্যাম্পিয়ন — 1997, 2005, 2009 , 2013। ★ রানার্স আপ— 1999 । ★★কোপা আমেরিকা —— ★চ্যাম্পিয়ন — 1919, 1922, 1949 , 1989, 1997 , 1999 , 2004, 2007। ★ রানার্স আপ — 1921 , 1925 , 1937, 1945 ,1946 , 1953, 1957, 1959, 1983 , 1991 , 1995। ★★ প্যান আমেরিকা চ্যাম্পিয়নশিপ। ★চ্যাম্পিয়ন — 1952, 1956। এছাড়া আরো আছে — CONCACAF Gold Cup— Runners-up (2): 1996 , 2003 , Third place (1): 1998 ★ Friendly titles Taça Independência : Winners (1): 1972 Taça do Atlântico : Winners (3): 1956, 1970, 1976[85] Rous Cup: Winners (1): 1987 Australia Bicentenary Gold Cup: Winners (1): 1988 Umbro Cup: Winners (1): 1995 Superclásico de las Américas : Winners (10): 1914 , 1922, 1945, 1957 , 1960 , 1963, 1971, 1976, 2011 , 2012। ★ Olympic team Olympic Summer Games:[65 ] Silver Medals (3): 1984, 1988, 2012 Bronze Medals (2): 1996, 2008 Pan American Games: Winners (4): 1963, 1975, 1979 , 1987 CONMEBOL Men Pre Olympic Tournament : Winners (7): 1968, 1971, 1976 , 1984, 1987 , 1996 , 2000। উইকিপিডিয়ার বলছে — Brazil is the most successful national football team in the history of the FIFA World Cup, with five championships: 1958 , 1962 , 1970, 1994 and 2002. They are also the most successful team in the FIFA Confederations Cup with four titles. Brazil are the current holders of the FIFA Confederations Cup after winning the 1997 , 2005, 2009, and 2013 edition of the tournament. Brazil is the only national team to have played in all FIFA World Cup editions without having any absence.[9] Brazil have also qualified for every FIFA World Cup without the need for playoffs. Brazil national football team has the all- time highest average Football Elo Ranking in the world with 2013.3, and the third all-time highest Football Elo Ranking in the world , with 2153 in 1962, only behind the Hungarian Golden Team of 1954 and the Germany nationalfootball team of 2014. Brazil won a total of 72 official international titles to professional and grassroots level selections, being a world record. Its achievements have led CONMEBOL to consider it as The most glorious and successful of all national teams from South America and the World। আরো লাগবে ? একটি ম্যাচ খারাপ খেললেই ১০০ বছরের অর্জন সেশ হয়ে যায় না । দিন টা আমাদের ছিলোনা এই যা। আর আর্জেন্টাইন সমর্থক যারা এই ম্যাচ নিয়ে আমাদের ট্রল করতেছেন তারা কি জানেন ২০০৯ সালের পহেলা এপ্রিল বলিভিয়ার সাথে ৬— ১ গোলের ব্যাবধানে হেরেছেন ???????@@ দেখেন আমরা এমন একটি দল করি যেটা নিয়ে গর্ব করা যায় ।আর আমরা প্লাস্টিক ফ্যান না ,আমরা ডাই হার্ড ফ্যান। হারি — জিতি পাশে ছিলাম —আছি—থাকবো। স্টিল লাভ ইউ ব্রাজিল।
Posted on: Wed, 09 Jul 2014 09:09:25 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015