ভিডিও গেমস ও আমরা - TopicsExpress



          

ভিডিও গেমস ও আমরা কয়েকজনঃ- আজকালকার দিনে ভিডিও গেমস এ সখ নেই এমন লোক খুজে পাওয়া বোধহয় একটু কঠিন হবে। কেউ মোবাইলে, কেউ কম্পিউটারে, কেউ ভিডিও গেমস যন্ত্রে কিংবা প্রিয় স্মার্টফোনটিতে গেমস খেলিনা এমন বেরসিক লোক আছে কিনা তা আমার জানা নেই। যাই হোক কয়েক বছর আগের কথা; আমি ও আমার ছোট ভাই এবং আমার বন্ধু পলাশ ও তার ছোট ভাই একটু বেশিই গেমস পাগল ছিলাম। নাওয়া খাওয়া বাদ দিয়ে প্রায় ১৭×২=৩৪ কিঃ মিঃ রাস্তা সাইকেল চালিয়ে গেমস খেলতে যেতাম। তাও আবার আজকালকার Grand theft auto (Vice City, Alien City, San Andrews), Hitman, Road Rush, Max Pain, Angry Birds, Temple Run, Snake ইত্যাদি গেমস নয় সেকেলে Cadillacs and Dinosaurs (Mustapha), Violent Strom (Boris), Pokeman, Metal Slug, King of Fighter 98, ইত্যাদি গেমস খেলতাম। কতই না মজার ছিল সেই দিনগুলো। এখন কম্পিউটারে সেই সেকেলে গেমস গুলো খেললে পুরানো দিনের কথা মনে পড়ে যায়। বন্ধুরা তোমাদের কি মনে পড়ে ?
Posted on: Sun, 21 Jul 2013 18:47:51 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015