ভাত কে ভত উচ্চারণ করা - TopicsExpress



          

ভাত কে ভত উচ্চারণ করা যেমন হাস্যকর ঠিক তেমনি A কে এ উচ্চারণ করা তেমনি হাস্যকর । কথা এটা না এরকম আরো কিছু সূত্র ও উদাহরণ দেয়া হল... Rule1: কোন শব্দ wh দ্বারা শুরু হলে h এর উচ্চারণ হবে না । যেমন.. Wheat (n,ও্যঈট্) = গম । Whet (v,ও্যএট) = ঘষে শান দেওয়া । Whine (v,ও্যআইন্) = ঘ্যান ঘ্যান করা । Rule2: কোন শব্দের শেষে cial থাকলে তার উচ্চারণ শিয়াল বা শেয়াল না হয়ে শল হয় । যেমন.. Special (n,স্পেশল্) = বিশেষ Artificial (n,আর্টাফিশল্) = কৃত্রিম । Rule3: শব্দের মধ্যে ign থাকলে g এর উচ্চারণ হয় না । যেমন.. Feign (v,ফেইন্) = ভান করা, উদ্ভাবন করা । Resign (v,রিজাইন্) = পদত্যাগ করা । Rule4: শব্দে dg থাকলে d এর উচ্চারণ হবে না । যেমন.. Dodge (v,ডজ্) = হঠাৎ পাশ কাটানো । Cadge (v,ক্যাজ্) = ফেরি করে বেড়ানো । Rule5: Ps দ্বারা কোন শব্দ শুরু হলে P এর উচ্চারণ হয় না । যেমন.. Psalm (n,সাম্) = ধর্মসংগীত । Pseudonym (n,সিউডুনিম্) = কল্পিত বা ছদ্মনাম । Sabbir
Posted on: Mon, 17 Nov 2014 16:06:47 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015