ভারতের সরকারি ইতিহাসে - TopicsExpress



          

ভারতের সরকারি ইতিহাসে শেখ মুজিব l বিস্ময়কর হলেও সত্যি, ভারতের সরকারি ইতিহাসে শেখ মুজিবের স্বাধীনতা ঘোষণার কোনো উল্লেখ করা না হলেও জিয়াউর রহমানের ঘোষণার পুরোটা উল্লেখ করা হয়েছে। ‘অফিসিয়াল ১৯৭১ ওয়ার হিস্ট্রি’ (Official 1971 War History) শিরোনামে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ইতিহাস বিভাগের উদ্যোগে রচিত ৮০২ পৃষ্ঠার একটি দলিলে বাংলাদেশের মুক্তিসংগ্রামের এ অধ্যায় প্রকাশ করা হয়েছে।আলোচ্য দলিলের ৯৩ নম্বর পৃষ্ঠায় ‘ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ প্রোকেইমড’ শিরোনামে একটি অংশে ১৯৭১ সালের ২৫ মার্চ বাংলাদেশের স্থপতি মরহুম শেখ মুজিবের তৎপরতা সম্পর্কে খুব সামান্য আলোচনা করা হয়েছে। এতে কোনোভাবেই বোঝা যায় না যে, তিনি স্বাধীনতা ঘোষণা করেছেন। পক্ষান্তরে জিয়াউর রহমানের ভূমিকার একটি স্পষ্ট বিবরণ দেয়া হয়েছে। ইতিহাসের সেই কালো অধ্যায়ে শেখ মুজিব ও জিয়াউর রহমানের নিজ নিজ ভূমিকা উল্লেখ করতে গিয়ে ভারতের এ দলিলে বলা হয়েছে : Sheikh Mujib, while giving a call for a general strike on 1 March, at the postponement of the National Assembly, had warned, `You will see history made if the conspirators fail to come to their senses.’ The beginning of the history of an Independent and sovereign Bangladesh was made when Major Ziaur Rahman, an officer of the 8th Battalion of the EBR at Chittagong, on 26 March, shortly after the military crackdown, made an electrifying broadcast on `Swadhin Bangla Beter Kendra’ announcing the establishment of an Independent Bangladesh. He said, `I Major Ziaur Rahman, at the direction of Bangabandhu Sheikh Mujibur Rahman, hereby declare that independent peoples Republic of Bangladesh has been established. At his direction, I have taken the command of the temporary Head of the Republic. In the name of Sheikh Mujibur Rahman, I call upon the Bengalees to rise against the attack by the West Pakistani Army. We shall fight to the last to free our motherland. Victory is, by the grace of Allah, ours. অর্থাৎ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত হয়ে যাওয়ায় পয়লা মার্চ শেখ মুজিব সাধারণ ধর্মঘটের ডাক দেয়ার সময় সতর্ক করে দেন যে, ‘চক্রান্তকারীদের বোধোদয় না হলে ইতিহাস সৃষ্টি হবে, সামরিক অভিযান শুরু হওয়ার পরক্ষণে ২৬ মার্চ চট্টগ্রামে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অষ্টম ব্যাটালিয়নের অফিসার মেজর জিয়াউর রহমান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে একটি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার ত্বরিত- সঞ্চারী ঘোষণা দিলে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের ইতিহাসের সূচনা ঘটে। তিনি ঘোষণা করেন, ‘আমি মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ঘোষণা করছি যে, স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠা করা হয়েছে। তার নির্দেশে আমি প্রজাতন্ত্রের অস্থায়ী রাষ্ট্রপ্রধানের দায়িত্বভার গ্রহণ করেছি। শেখ মুজিবুর রহমানের নামে আমি পশ্চিম পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণ প্রতিহত করার জন্য সকল বাঙালির প্রতি আহ্বান জানাচ্ছি। আল্লাহর রহমতে বিজয় আমাদের অনিবার্য।’
Posted on: Sun, 07 Dec 2014 14:15:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015