ভারতের ৭ টি রাজ্যের - TopicsExpress



          

ভারতের ৭ টি রাজ্যের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য বাংলাদেশ অব্যবহৃত ৫০ গিগাবাইট ব্যান্ডউইথ রপ্তানি করবে সেসকল রাজ্যে। বর্তমানে বাংলাদেশের মোট ব্যান্ডউইথ স্পিড হল সেকেন্ডে ২৫০ গিগাবাইট,যার প্রায় ২০৮ গিগাবাইট অব্যবহৃত থাকে। যে দেশের মানুষকে ২৩৬ কিলোবাইট/সেকেন্ড স্পিডের ১ গিগাবাইট ইন্টারনেট কিনতে ৩৫০ টাকা গুনতে হয়।(তা আবার স্পিড কমে মাঝেমাঝে এমন অবস্থা হয় যে,ছোটখাটো কিছু ডাউনলোড করতে গেলেও সারাদিন অপেক্ষায় বসে খোদার নাম জপতে হয়।) সেখানে ২০৮ গিগাবাইট ব্যান্ডউইথ অব্যবহৃত থাকা হাস্যকর একটা ব্যাপার !!! এই অব্যবহৃত ব্যান্ডউইথ ব্যবহার করে সরকার চাইলে দেশের বড় বড় শহর এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাতে ফ্রি ওয়াই-ফাই কানেকশন দিতে পারে।অথবা দেশি বিভিন্ন কোম্পানির কাছে নামমাত্র মূল্যে ব্যান্ডউইথ বিক্রি করে ইন্টারনেট ব্যবহারকারী সাধারন ক্রেতাদের দুর্গতি লাঘব করতে পারে। কিন্তু সেটা না করে শুধু মুখে ডিজিটাল শ্লোগান দিচ্ছে আর বিদেশী বেসরকারি কোম্পানি গুলোকে চড়া দামে ইন্টারনেট বিক্রি করার সুযোগ করে দিয়ে জনগনের টাকা শোষন করার একটা উপায় করে দিয়েছে। নিজের দেশের মানুষকে বঞ্চিত রেখে পার্শ্ববর্তী দেশ ভারতের টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নয়ন টাই সরকারের কাছে বড় হয়ে গেল ?? বাহ! এই হল আমাদের ডিজিটাল বাংলাদেশ !! যে ডিজিটালের রূপরেখা আবার নাকি জাতির ভাইগ্না আমেরিকায় থাকা অবস্থায়ই চূড়ান্ত করেছেন !!! [হে ভারত মাতা... আপনার ভয় নেই। আপনি এই দেশি মানুষের উপর যত অত্যাচার-নির্যাতন করেন না কেন! যতদিন এই দেশে আপনার দালালেরা আর চামচারা আছে ততদিন তারা এই দেশের মানুষের কাপড় খুলে ন্যাংটা করে হলেও সেই কাপড় আপনাকে পরিয়ে খুশি রাখবে। জয় ভারত মাতার জয়...জয় তার গোলামদের জয়....] ট্রুপার্সঃ Tazul Islam Sujan
Posted on: Wed, 31 Jul 2013 17:47:27 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015