ভালো কাজ কাকে বলে? কি করলে - TopicsExpress



          

ভালো কাজ কাকে বলে? কি করলে একজন মন্ত্রীকে প্রসংসা করব? আমি দেখেছি এক শিক্ষা মন্ত্রী নকল ধরে বেরিয়াছেন। আর আমরা গাধার দল তাকে প্রশংসা করেছি। বর্তমান শিক্ষামন্ত্রীকে দেখি সঠিক সময়ে একসাথে সারা দেশে বিনা মূল্যে বই বিতরণ করে আলোড়ন সৃষ্টি করে ফেলছেন। বইয়ের মুদ্রণের মানের দিকে নজর নেই। বইয়ের content-এর মানের দিকে নজর নেই। শুধু তার বিতরণ নিয়ে মাতামাতি। যেন নকল ধরা, বই বিতরণ করাই শিক্ষা মন্ত্রীর কাজ। এগুলোতো করবে প্রসাশনের লোকজন। তিনি শুধু লির্দেশ এবং দিক নির্দেশনা দিবেন। তবে আমাদের মন্ত্রীরা এইসব trivial কাজ করা পছন্দ করে কারণ এগুলো করলে মানুষের চোখে পরে সহজে। শিক্ষার মান বাড়ানোর জন্য সত্যিকারের যে কাজগুলো করা দরকার সেগুলো করতে হয় নিভৃতে। আর সেগুলো করতে লাগে মন মনন আর প্রজ্ঞা। এরা ভয় পায় এত কাজ করবে কিন্তু মানুষতো দেখেবে না। এছাড়া এই ভালো কাজগুলোর পেছনে অনেক হোম ওয়ার্ক দরকার যেগুলো দৃশ্যমান না এবং সময় সাপেক্ষ। এমনকি একজন মন্ত্রীর সময়ের মধ্যে ফল না আসার সম্ভবনাই বেশি। এগুলো হলো একটা দিক। এর বাহিরেও রয়েছে রাজনৈতিক খেলা। ভালো কাজ করে ছাত্র শিক্ষক সবাইকে জ্ঞান অর্জনের দিকে ধাবিত করলে তাদের ঢাল হবে কে? ভালো ছাত্র হয়ে গেলে রাজনীতি করবে কে? ভালো বেতন পেলে আজ্ঞাবহ বুদ্ধিজীবী পাবে কোথায়? শুনেছি বেনজির ভুট্টোর রয়েছে বিশাল পরিমানে জায়গা জমি। জমিদারের থেকেও বেশি। তার ওই জমিতে গরিব মানুষদের থাকতে দেওয়া, চাষাবাদ করে খেযে বেঁচে থাকতে দেওয়া হয়। কিন্তু স্কুল কলেজ করে পড়তে দেওয়া হয় না। পড়াশুনাকে ওদের বড় ভয়। পড়াশুনা করে করলে ওরা অন্ধ, গোড়া আর আজ্ঞাবহ হবে না। শাসকশ্রেণী এরকমই হয়। আর সেজন্যইতো শিক্ষায় বিনিয়োগের প্রশ্ন আসলেই রাষ্ট্রের টাকা নাই শুনতে হয়। কিন্তু রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা চুরি বা ডাকাতি করার মত টাকার অভাব নেই।
Posted on: Sun, 19 Oct 2014 04:19:29 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015