ভর্তি পরীক্ষায় কিছু - TopicsExpress



          

ভর্তি পরীক্ষায় কিছু শর্টকাট নিয়ম ব্যবহার করলে আলাদা কিছু সুবিধা পাওয়া যায়। এতে যেমন সময় বাঁচে তেমনি তাড়াতাড়ি উত্তরকরা যায়। তোমরা অনেকেই ফ্রিয়ন এর নাম থেকে সংকেত বের করতে গিয়ে সমস্যায় পড়। ফ্রিয়নের সংকেত বের করার খুব সহজ একটা পদ্ধতি হল 90 method. এটা তোমাদের অনেকেই হয়ত জানা আছে। যাদের জানা নেই তারা এখন জেনে নাও। এক্ষেত্রে তোমাদের ফ্রিয়নের নাম এর সাথে ৯0 যোগ করতে হবে শুধু। যেমন-ফ্রিয়ন ১২. এক্ষেত্রে ১২+৯০=১০২ এখন যোগফলের বাম দিক থেকে অংকগুলো যথাক্রমে কার্বন (C),হাইড্রোজেন (H) ও ফ্রোরিন (F) এর সংখ্যা নির্দেশ করবে এবং কার্বনের বাকি বন্ধন গুলো ক্লোরিন দ্বারা পূর্ণ থাকবে। এখানে ১টি কার্বন,হাইড্রোজেন একটিও নাই,২টি ফ্লোরিন ও কার্বনের ২ টি বন্ধন বাকি থাকায় ২টি ক্লোরিন থাকবে। সুতরাং এটাই সংকেত CCI2F2. আর একটি উদাহরণ দিলাম-ফ্রিয়ন ২১। ২১+৯০=১১১। সুতরাং এখানে ১টি C,১টি H,১টি F ও ২টি Cl আছে। অতএব সংকেত CHCl2F. এভাবে তোমরা নাম থেকে সংকেত বের করতে পারবা। আবার সংকেতে C,H,F এর সংখ্যা পাশাপাশি বসিয়ে তা থেকে ৯০ বিয়োগ করে ফ্রিয়ন এর নাম বের করতে পার। আসা করি 90 method আমার মত তোমাদেরও কাজে আসবে। [তোমার অনেক বন্ধুর হয়তো এই নিয়ম টি জানা নাই, তুমি এই পোস্ট টি শেয়ার করলে সেই বন্ধু তোমার মাধ্যমে কিছু শিখতে পারবে এবং এর বিপরীতে ঐ বন্ধু তোমাকেও সাহায্য করতে পারে] ☆☆☆★☆☆☆☆☆★☆☆☆★★★★★☆ উপকৃত হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্য টপিক সম্পর্কে জানতে কমেন্ট করুন **এডমিন// prince rayhan chowdhury মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নের জন্য যোগাযোগ করুন
Posted on: Sun, 12 Oct 2014 07:32:40 +0000

Trending Topics



in-height:30px;">
WOULD YOU LIKE TO GET GOLD EACH MONTH AND HAVE SOMEONE ELSE PAY
I am so proud of you LaQuanda! You have inspired me since the
https://m.facebook/groups/441145259368130 MARCH 17th. We are
Like the women of the Civil Rights movement, their strategies,

Recently Viewed Topics




© 2015