ভর্তি পরীক্ষার জন্য আসলে - TopicsExpress



          

ভর্তি পরীক্ষার জন্য আসলে কত ভোকাবুলারি শিখতে হয় ? আইবিএ বিবিএ/ এমবিএ বা ঢাবির ইএমবিএ বা বিআইবিএম এর জন্য যারা প্রস্তুতি নিতে চায় বা নেয় তাদের অনেকের কাছ থেকে একটা খুবই প্রচলিত প্রশ্ন পাই “ভাই কত শ/ হাজার ভোকাবুলারি শিখতে হয়?” অনেকে অনেক উত্তর দেয় কিন্তু আমি যা বলি তা শুনে অনেকেই হয় হতাশ হয় নাহয় নাকছিটকায় । আরে ভাই ইংরেজি শব্দের সীমা-পরিসীমা কম নাকি ? অভিধান মুখস্ত করা কি সম্ভব ? তাহলে উপায়? অনেকে বলে ব্যারন্স ভোকাবুলারি পড়তে । কিন্তু অনেকের পক্ষেই এলফাবেটিক্যালি শত শত শব্দ শেখা অনেক বিরক্তিকর এবং ভুলে যাওয়ার সম্ভাবনা ৯০-৯৯% । তাছাড়া আইবিএর বা ঢাবির ইএমবিএর recent পরীক্ষাগুলোতে ভোকাবুলারির ভুমিকা ছিল খুবই সামান্য। তাই টেনশন করার কোন কারন নাই। অনেককে চিনি যারা আইবিএতে পড়ছে কিন্তু ভর্তি পরীক্ষার জন্য ৫০০ শত শব্দও শিখে নাই ! তাহলে কিভাবে সম্ভব হল? কবি তো এখানেই নীরব,কিন্তু আমি নীরব না। আজকে থেকে এই প্রশ্ন না করে আমি যা বলছি তা করার চেষ্টা করেন, ভাল ফল আশা করতে পারেন । ১। প্রথমে বিগত বছরের প্রশ্নগুলো থেকে সব অজানা শব্দওগুলো শিখে ফেলুন । ২। তারপর কিছু কমন টপিক এর নাম লিস্ট করেন যেমনঃ আবেগ,সুখদুঃখ,হাসিকান্না, রাজনীতি,অর্থনীতি,পড়ালেখা, পরিবেশ, সমাজ , গ্রহন-ত্যাগ, খাদ্য , রাগ ,আইন ইত্যাদি । তারপর এক একটা টপিক এর যত গুলো সম্ভব শব্দ এক জায়গায় করেন। শব্দগুলোর পাশে উদাহরণ লিখে রাখতে পারলে আরো ভালো ।(ওয়ার্ড ম্যাপ/ ভোকাবিল্ডার -ফরহাদ হোসেন মাসুম/ ব্যারনস/ওয়ার্ড স্মার্ট বা অন্য যে কোন কিছু থেকে সাহায্য নিতে পারেন।তবে ভোকাবিল্ডার থাকলে লিস্ট বানানোর ঝামেলা থাকবে না) । লিস্টটা বানাতেই যা কষ্ট , পড়ার সময় খুব সহজ মনে হবে । যেমন Restrain: refrain, abstain, suppress, inhibit, subdue, stifle etc Scold : rant, rail, reproach, chide, admonish etc আবার কিছু শব্দ আছে যাদের noun/verb অনুযায়ী ভিন্ন অর্থ থাকে । তাই শব্দ শিখার সময় ঐ ভিন্নার্থটা খুজে পড়লে আরো ভালো হবে । যেমন : Countenance(noun): মুখভাব/ চেহারা । Countenance(verb): সমর্থন দেওয়া । Founder(noun): প্রতিষ্ঠাতা । Founder(verb): পরাজিত হওয়া/ ডুবে যাওয়া । Cow (noun): গরু । Cow(verb): ভয় দেখানো । Husband (noun): স্বামী । Husband (verb): পরিমিতভাবে ব্যাবহার করা । এর মাঝে আর একটা কাজ করেন কিছু শব্দ আছে যাদের বানান খুব কাছাকাছি আবার অর্থ ভিন্ন সেইশব্দ গুলোর জন্য আরেকটা লিস্ট করতে পারেন। যেমন: Revoke -বাতিল করা । Provoke -রাগানো । Invoke - আবেদন করা । (ছন্দ বানিয়ে নিতে পারেন , ছুটির জন্য Invoke করলাম আর স্যার provoke হয়ে revoke করে দিলো) Inveigh- আক্ষেপ করা / গালি দেওয়া । Inveigle- মিষ্টি কথায় ভোলানো । (প্রেমিক/প্রেমিকাকে inveigh না করে inveigle কর ) Impugn- বিরোধিতা করা । Impunity- দণ্ড থেকে মুক্তি । Demure-গম্ভীর । Demur- দ্বিধা করা । এভাবে কিছুদিনেই মোটামুটি একটা লেভেল এ পৌঁছে যাবেন আবার মনেও থাকবে। দেখবেন আপনার মাঝে একটা আত্ববিশ্বাস চলে আসবে । এখন আপনি যদি ভাবেন না আমি আরও এডভান্স হব তাহলে নিজেকে পরীক্ষা করতে ও এগিয়ে নিতে ৩ নং টিপস অনুযায়ী কাজ করুন। ৩। তারপর জিআরই বিগ বুক এর Synonym-Antonym , Analogy গুলো থেকে যতগুলো সম্ভব প্র্যাকটিস করুন । অজানা শব্দগুলো dictionary দেখে শিখে নিন । ব্যাস , এখন অল্প কিছুদিন এর মধ্যে আপনি দেখতে পাবেন যে ভর্তি পরীক্ষার ভোকাবুলারি সম্পর্কিত সমস্যাগুলো নাটকীয়ভাবে কমে গেছে । আরেকটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে যে, শব্দ শিখার সময় ইংরেজি থেকে ইংরেজিতে অর্থ শিখলে পারলে খুবই ভালো হবে।কারন অনেক বাংলা আছে যার ইংরেজি সহজ । আর একটা শব্দ শিখার সাথে সাথে একটা sentence বানিয়ে অনুশীলন করতে হবে । দৈনন্দিন চলাফেরা করার সময় নতুন নতুন জানা শব্দগুলো ব্যাবহার করুন । Bangla Academy Dictionary টা English to Bangla শব্দের জন্য চমৎকার । WordWeb English to English(very very helpful ) টা খুবই ভালো। কারন এতে প্রতিটা শব্দের parts of speech, Sentence example, Synonym আছে । আর অনলাইন অভিধান এর মধ্যে অন্যতম সেরা হল vocabulary (much effective) । এখানে সুন্দর করে , সহজভাবে অর্থ দেওয়া থাকে । (বিদ্রঃ আপনি আপনার সাধ্যমত যত বেশি শব্দ আয়ত্ত্ব করতে পারেন,করেন কারন যত বেশি শব্দ শিখবেন ততই লাভ,শব্দ শিখায় কন ক্ষতি নাই ।এই টিপস সুধু যারা প্রশ্নটি করেন তাদের জন্য।)
Posted on: Sat, 24 Jan 2015 06:46:35 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015