ভর্তির জন্য আবেদনের - TopicsExpress



          

ভর্তির জন্য আবেদনের যোগ্যতা : ১.প্রার্থীকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে। ২.বিজ্ঞান গ্রুপে ২০১১বা২০১২ সালে মাধ্যমিক এবং ২০১৩বা ২০১৪সালে উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় পদার্থ, রসায়ন, গনিত, জীববিজ্ঞান এবং ইংরেজী বিষয়ে প্রত্যেকটিতে কমপক্ষে B গ্রেড থাকতে হবে। ৪.এসএসসি ও এইচএসসি তে ৩.৫০ সহ উভয় পরীক্ষায় মোট ৭.৫০ থাকতে হবে। ৫.O লেভেল এবং Aলেভেলের ক্ষেত্রে ও লেভেলে চারটি পিপারে বি গ্রেড এব এ লেভেলে পদার্থ, রসায়ন, গনিত, জীববিজ্ঞান ও ইংরেজি তে বি গ্রেড থাকতে হবে। #ভর্তির আবেদনের নিয়মাবলী : টেলিটক প্রিপেইডের মেসেজ অপসনে গিয়ে BSMRAU space FIRST THREE LETTER OF HSC BOARD space HSC ROLL space HSC YEAR space FIRST THREE LETTER OF SSC BOARD space HSC ROLL space SSC YEAR space faculty. উদাহরণ :BSMRAU SYL 123456 2014 SYL 789012 2012 1234 শেষের 1234 এর মানে হল চারটা অনুষদ পছন্দের সিরিয়াল অনুযায়ী বসাবে। ১.ফিসারিজ অনুষদ ২.ডিবিএম ৩.কৃষি অর্থনীতি ৪.অন্যান্য এই সংখ্যা গুলো তোমাদের পছন্দ অনুযায়ী আগে পরে বসাবে। ফিরতি মেসেজে একটা পিন দিবে। মোবাইলে কমপক্ষে ৫০০টাকা রেখে BSMRAU YES PIN PHONE NO লিখে 16222 নাম্বারে মেসেজ দিতে হবে। ফিরতি মেসেজে ভর্তি পরীক্ষার রোল নং পাবে। পরীক্ষার সময় দুই কপি পাসপোর্ট সাইজের ছবির পিছনে ওই রোল লিখে পরীক্ষার কেন্দ্রে যেতে হবে। কোটা থাকলে BSMRAU SYL 12345 2014 SYL 67890 2012 1234 F (মুক্তিযোদ্বা) বা T(উপজাতি) #ভর্তি পরীক্ষার নিয়মাবলী : ১০০ নাম্বারের McQ. জীববিজ্ঞান ২০+রসায়ন২০+পদার্থ ২০+গনিত ১৫+ইংরেজি ১৫+সাধারণ জ্ঞান ১০=১০০ #আবেদনের তারিখ ২৫/০৮/২০১৪ থেকে ২৭/১০/২০১৪ রাত ১২টা পর্যন্ত #ভর্তি পরীক্ষা আগামী ৯/১১/২০১৪ তারিখে সকাল ১১ টায় ভার্সিটির ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। অনিবার্য কারনে তারিখ পরিবর্তন হলে মেসেজের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
Posted on: Sat, 23 Aug 2014 10:13:32 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015