মেকাপের মূল উদ্দেশ্য - TopicsExpress



          

মেকাপের মূল উদ্দেশ্য হচ্ছে চেহারার খুঁত গুলোকে আড়াল করা। নাক আমাদের চেহারার খুবই গুরুত্বপূর্ণ অংশ। মেকাপের সাহায্যে নাকের খুঁত গুলো খুব সহজেই আড়াল করা যায়। নাকের সেপকে ম্যানুপুলেট করতে চাইলে আমাদের প্রয়োজন দুই রঙের ফউন্ডেশন। একটি হাল্কা রঙের এবং অপরটি গাড় রঙের। nose 1 বড় নাকঃ আপনার নাকের সেপ যদি বড় বা একটু ছড়ানো হয় তবে তা একটু ছোট করার জন্য আপনার স্কিনের চাইতে এক শেড গাড় রঙের ফাউন্ডেশন বা কন্সিলার চোখের কর্নার থেকে নাকের দুই পাশেলাগিয়ে নিতে হবে। নাকের উপরে (টি – জোন) হাল্কা রঙের ফাউন্ডেশন লাগাতে হবে। তারপর তা ভালভাবে মিশিয়ে নিতে হবে। এতে করে নাকের সেপ খাড়া মনে হবে। ফ্ল্যাট বা কম খাড়া নাকঃ যদি আপনার নাকটি একটু কম খাড়া হয় তবে দুপাশ বাদে নাকের উপরের দিকে হাইলাইটার লাগিয়ে নিন এবং নাকের দুপাশের সাথে ভালভাবে মিশিয়ে দিন দেখবেন নাকটা কতটা খাড়া দেখায়। shajgoj/2013/05/929/
Posted on: Tue, 12 Aug 2014 02:46:22 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015