মাঝে মাঝে তব দেখা পাই, - TopicsExpress



          

মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না? কেন মেঘ আসে হৃদয়-আকাশে, তোমারে দেখিতে দেয় না?। ক্ষণিক আলোকে আঁখির পলকে তোমায় যবে পাই দেখিতে হারাই-হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে ॥ কী করিলে বলো পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে। এত প্রেম আমি কোথা পাব নাথ, তোমারে হৃদয়ে রাখিতে? আর কারো পানে চাহিব না আর, করিব হে আমি প্রাণপণ-- তুমি যদি বল এখনি করিব বিষয়বাসনা বিসর্জন ॥ You are visible sporadically, why can’t I see you regularly. Why overcasts the horizon of belief, debars you from me. Whenever, with a flash of light, I spot you for a wink of the eye, Scared I am every now and then, losing you once again. Tell me how to obtain you, preserve you in my eyes. From where to get so much of love, to uphold you in the heart. I won’t look away from you, would try it unto my last. I am ready to shed all my earthly desires, once you ask me to.
Posted on: Wed, 19 Nov 2014 09:41:12 +0000

Trending Topics



Glad you came I feel so loved, it is good At the heart of the
HOT NEWS! ***Naperville Students to appear May 20 on David
I am now ready for the Australia Judo Nationals with 2 Kata (Nage

Recently Viewed Topics




© 2015