“মেঠো চাদঁ রয়েছে - TopicsExpress



          

“মেঠো চাদঁ রয়েছে তাকিয়ে আমার মুখের দিকে - ডাইনে আর বায়েঁ পোড়ো জমি-খড়- নাড়া- মাঠের ফাটল , শিশিরের জল।’ জীবননান্দ দাশ ই ছিল এই বিজ্ঞাপনের অনুপ্রেরনা। আমি সালাম জানাই Gousul Alam Shaon এই রকম একটা অসাধারন ভাবনা দেয়ার জন্য । আমার নিমর্ানদল Half Stop Down আর Grey advertising আর গ্রামীন ফোন এর বিপনন দল যেন এবার সদলবলে বাংলার অনুভুতি ছুতেঁ চেষ্টা করেছি মাত্র। বাকীটুকু সবার । বিশেষভাবে কৃতজ্ঞ Zunaid Ahmed Palak ভাই আর নাটোর সিংড়া আর নন্দীগ্রাম মানুষদের কাছে। যাদের সহজ চেহাররাগুলো এই বাংলাদেশ এর চেহারা দে।
Posted on: Tue, 14 Oct 2014 16:38:30 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015