মেডিক্যাল ভর্তি - TopicsExpress



          

মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান : Part - 2 _______________ 11. স্থুলতার সহিত সম্পর্কযুক্ত রোগ কোনটি ? → করোনারি হার্ট ডিজিজ 12. কাইরাল কেন্দ্র বিশিষ্ট অ্যালকোহল হলো- → 2-মিথাইল-1-বিউটানল → বিউটানল-2 13. পিচ্ছিল বরফের উপর 1 kg ওজনের একটি পাথর 2 ms-¹ বেগে চলার 10 s পর ঘর্ষনের ফলে থেমে গেল । এখানে ঘর্ষণ বল কত ? → 0.2 N 14. Aperson who writes about his own life writes ______ . → an autobiography 15. ভারত উপমহাদেশের শেষ গভর্নরজেনারেল কে ছিলেন ? → লর্ড মাউন্ট ব্যাটেন 16.মাইক্রোভিলাই গুলো একত্রিতভাবে ক্ষুদ্রান্ত্রের উপরিভাগে কী সৃষ্টি করে ? → ব্রাশ বর্ডার 17. রক্তস্রোতে থাকা অতিরিক্ত গ্লুকোজ থেকে যকৃতে সঞ্চিত পলিস্যাকারাইড হলো- → গ্লাইকোজেন 18.একটি ব্স্তুর ভরবেগ দ্বিগুণ হয়ে গেলে উহার গতিশক্তি- → চারগুণ হবে 19. Choose the correct English translation.“গরুঘাস খেয়ে বাঁচে” → The cow lives on grass. 20. ২০১৪ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেলপুরস্কার পেয়েছেন → তিনজন
Posted on: Sat, 25 Oct 2014 16:31:19 +0000

Recently Viewed Topics




© 2015