মানববন্ধন শেষে সমাবেশে - TopicsExpress



          

মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা বলেন, 'বাংলাদেশের প্রায় অর্ধেক জনসংখ্যা নারী হওয়া সত্ত্বেও তিনি নারীদের মধ্যযুগীয় কায়দায় গৃহবন্দী করে রাখতে চান। হেফাজতের আমীর আল্লামা শফী একজন আলেম হয়ে নারীদের বিরুদ্ধে এ রকম কুরুচিপূর্ণ বক্তব্য দিতে পারেন না। আল্লামা শফি নারীদের তেঁতুলের সাথে তুলনা করেছেন। তার এই মানসিকতা ইসলাম ধর্ম সমর্থন করে না।' তেতুলের বাচ্চার ( শফি সাব) জ্ঞান গম্যি আর কি করে হবে বলুন? রাগ হন ক্যা? মাফ কইরা দ্যান মাইনষের বাচ্চা হইলে কতা আছিল হ্যায় তো তেতুলের বাইচ্চা। আইচ্ছা এইডা গিনেস বইয়ে তোলন যায় না? তেতুলের বাচ্চা হইয়া আলেমে দ্বীন খেতাব পাওনতো এত সোজা না !
Posted on: Fri, 12 Jul 2013 07:00:11 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015