মানুষ খুব দামী দামী কাপড় - TopicsExpress



          

মানুষ খুব দামী দামী কাপড় চোপড় জুতা কিনে গর্ব করে বলে দোস্ত আড়ং থেকে ২৫০০ দিয়ে পান্জাবী নিলাম , এপেক্স থেকে ২৬০০ দিয়ে জুতা নিলাম , এই কিনলাম সেই কিনলাম । রোজার মাসের ১৫ তারিখের পর থেকে দোস্তদের পরিচিতদের কাপড় চোপেড়ের দাম শুনতে শুনতে কান ব্যাথা হয়ে গেছে । যার ঈদ কেনাকাটা দামী দামী তার যেনো আর গর্ব ধরে না । ভাবখানা এমন আমি কি হনু রে ……… মজার বিষয় অনেকেই আছে ১৫-১৬ হাজার টাকা বেতনের সরকারী কর্মচারীর ছেলে মেয়ে অথচ তাদের শপিং এর খরচ শুনলে ভয়েতে হিশু চলে আসে । আচ্ছা আমার মত পাবলিক যদি এপেক্স থেকে ২০০০+ টাকায় জুতা কেনে তাহলে যার বাপের একশ কোটি কিংবা পাচঁ দশ কোটি টাকা আছে সে কি কিনবে ??? কি দরকার রে ভাই ৫৫০ টাকার একখান পান্জাবী কিনেছি , বাটার ৪৭০ টাকার একটা জুতা পড়ে নামাজ পড়তে গেছি । আমার কি ঈদ হচ্ছে না ????? আমার এক দোস্ত ঈদের মাঠে বলছে: দোস্ত জিনিস পত্রের যা দাম কিছু কেনার উপায় আছে বল ?? এই দেখ এই পান্জাবী ৪৫০০ টাকা দিয়ে কিনতে হলো , আর জুতাটা নিলাম এই টাকা দিয়ে । হাতের ঘড়িটা মামা কিনে দিলো ৫৬০০ টাকা দিয়ে । শার্ট বানিয়েছি অরবিন্দু কাপড় দিয়ে । ওর এই কথা শুনবো নাকি ইমাম সাহেবের বয়ান শুনবো ???? মিজাজ খারাপ হইলো খুব । আমার মিজাজ খারাপ হইলে মুখের ব্যালান্স ঠিক থাকে না । আচ্ছা আমি কি ওর কাছ থেকে ওর কাপড় চোপড়ের দাম শুনতে চেয়েছি ??? আমিও খুব পার্ট নিয়ে বললাম দোস্ত এই পান্জাবীটা ঈদের জন্য কিনছি । ভালোই কাপড়টা , ধইরা দেখ । দাম ৫৫০ টাকা :P আমি যদি মুখ ফসকে বলে দিতাম তোর মামা না কাস্টমসে কাস্টমস সুপারের ড্রাইভারি করে , তোর বাপ না ইনকাম ট্যাক্সের সামান্য অফিস সহকারী । তাইলে মামা এত টাকার শপিং করলি কেমনে ???? এইটা কইলেই তো বিড়াল বেজার ........... Farhad F H Farhad
Posted on: Fri, 09 Aug 2013 04:45:37 +0000

Trending Topics



style="min-height:30px;">
putain de merde , mais meme à l hosto , etant dans un service de
Limitlessness Meets the Material. Message from the Archangel
With a number of those scholarships under our big umbrella having
Idk off the top I keep fighting with myself, I feel like I have
Just like everyone else...I also want to express my opinion

Recently Viewed Topics




© 2015