মানুষ তার নিজের চেয়েও - TopicsExpress



          

মানুষ তার নিজের চেয়েও গড়ে উঠা identity কে বেশি ভালবাসে ৷ জন্মের পর অনেকগুলো পরিচয়ের মধ্যে দিয়ে সে বড় হতে থাকে ৷ পেশা, ধর্ম, দেশ, জাতীয়তা, ভাষা, পরিবার, শিক্ষা, অর্থ এবং নেশা ; মোটের উপর সবারই কমন এতসব পরিচয়গুলো থাকে ৷ পরিচয়ের এই ছাপ এবং চাপে পিষ্ট হয়ে সব কিছু থাকলেও শুধু মানুষ পরিচয়টি হারিয়ে যায় ক্রমে ক্রমে, সেই সাথে ভুলে যায় নিজেকে এবং ভুলতে সে বাধ্য হয় ৷ প্রতিদিন তার সংগ্রাম থাকে এই গড়ে উঠা পরিচয়গুলোর ওজন ধরে রাখতে ৷ নিজেকে বঞ্চিত করে, নিজেকে ক্ষত-বিক্ষত করে, নিজেকে বিক্রি করে, নিজেকে দেউলিয়া করে হলেও তার গড়ে উঠা - বেড়ে উঠা পরিচয়ের সুচক মুল্য কমতে দিতে চায় না ৷ প্রাপ্তি হিসাবে দিন শেষে পরিচয়ের কাগুজে শেয়ার সার্টিফিকেটটি নিজের কাছে অতি মূল্যবান সম্পদ হিসাবে থাকে, যদিও কখনো সেই শেয়ার সে ভাঙ্গতে পারে না ৷ কারণ, যার জন্যে ভেঙ্গে -- ভোগের, আনন্দের, তৃপ্তির পূর্ণতায় যাবে, সেই মানুষ সত্তাটি ততদিনে সে হারিয়ে ফেলে ৷ যেটুকু বয়ে চলে --- নিজের উপরে নিজের শরীরেরই আরেকটি দিনভারী বোঝা ৷
Posted on: Mon, 03 Nov 2014 16:04:05 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015