মানুষ যখন আলাদা পছন্দ, - TopicsExpress



          

মানুষ যখন আলাদা পছন্দ, মতামত, চলাফেরা এবং আদর্শও আলাদা হবে এটাই স্বাভাবিক। আদর্শ বাস্তবায়নের নামে কেউ অন্যায় করলে সেটা প্রতিরোধ করতে হবে তাও ঠিক। আমাদের কারাগারের মুল মন্ত্র হচ্ছে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। আবার থানায় লেখা থাকে পুলিশ জনতা ভাই ভাই পুলিশই জনতা, জনতাই পুলিশ এবং BGB র motto হচ্ছে সীমান্তের অতন্দ্র প্রহরী। RAB এর দপ্তরে লেখা দেখলাম হৃদয়ে আমার বাংলাদেশ। এ থকে আমি এতটুকু বুঝতে পেরেছি প্রতিটি প্রতিষ্ঠানের একটা সুনিদ্দৃষ্ট দায়িত্ব আছে। ঠিক একিভাবে প্রতিটি বাক্তিরও দায়িত্ব অন্যায়ের প্রতিরোধ এবং প্রতিবাদ করা। অথচ আজকে POLICE,BGB,RAB আমার উপর যখন নির্যাতন করছে অন্যায়ভাবে উপরের নির্দেশে। তারা নির্দেশ দিচ্ছে শুধু আদর্শের ভিন্নতার জন্য। তা দেখে যারা মজা পাচ্ছেন অথবা নিসচুপ আছেন। যারা প্রায়ই সাধারণের বেশে political পোস্ট দিতেন আমাদের একটু ভুল হলেই। আজ তারা নিজেকে অতিসাধারণের কতারে নিয়ে মা আমার জন্য বাড়িতে টেনসন করছে উফ দেশটার যে কি হল এই জাতীয় পোস্ট দিয়ে original news hide করেন ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে। তাদের মনে রাখা উচিত - First they came for the Socialists, and I did not speak out— Because I was not a Socialist. Then they came for the Trade Unionists, and I did not speak out— Because I was not a Trade Unionist. Then they came for the Jews, and I did not speak out— Because I was not a Jew. Then they came for me—and there was no one left to speak for me. - Martin Niemöller And we believe .. If Allah helps you, none can overcome you: If He forsakes you, who is there, after that, that can help you? In Allah, then, Let believers put their trust. Al-Emran :160 We wish.. আল্লাহ তাদের হেদায়েত দান করুন এবং সত্য উপলব্ধি করার মানসিকতা দিন - আমিন।
Posted on: Sat, 17 Jan 2015 06:48:34 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015