মা/বোন আপনাদের সৌন্দর্য - TopicsExpress



          

মা/বোন আপনাদের সৌন্দর্য কার জন্য??? ------------------------------------------------------------ ইসলাম সর্বদা ভালো, পূন্যের কাজে উৎসাহিত করে, পাপ ও সীমা লঙ্ঘনে বাধা দেয়। আল কোরআনের সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারি একজন মহিলার সৌন্দর্য তার স্বামীর জন্য। আপনি বাসাতে যখন থাকেন আপনার স্বামীর সামনে তখন কেন আপনি সেজে-গুজে থাকেন না?? অথচ বাহিরে বের হওয়ার আগে আপনি অস্থির হয়ে পরেন কিভাবে নিজেকে আকর্ষনীয় করা যায় পরপুরুষের নিকট। তারমানে আপনি চান আপনার সৌন্দর্য পরপুরুষ দেখুক। হ্যা আপনি ইচ্চামতো সাজেন কিন্তু তা জেন কোন পরপুরুষ না দেখতে পায়। এখন আসা যাক যাদের বিবাহ হয়নি-- যেসকল মেয়েদের বিবাহ হয়নি তারাও সাজতে পারবে তবে অবশ্যই যেন তা ঐ সকল ব্যাক্তি দেখে যাদের সাথে তার বিবাহ জায়েজ নাই। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় সম্পূর্ন বিপরীত দৃশ্য। অবস্থা এমন মনে হয় যেন আমরা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে তার বিরোধীতা করছি।(না আউযু বিল্লাহ)। আমরা যারা পুরুষ তারাও কিন্তু পার পেয়ে যাবোনা আল্লাহর রাসূল বলেছেন যদি কোন মহিলা বেপর্দা হয়ে চলে তাহলে চারজন ব্যাক্তিকে আল্লাহর কাছে জবাবাদিহি করতে হবে১) তার পিতা, ২) তার স্বামী, ৩) তার বড় ভাই, ৪) তার বড় সন্তান আমরা কোন না কোনভাবে এই চার ক্যাটাগরির একটা হবো। তাই আমাদের উচিত আমাদের মা বোনগুলোকে পর্দারগুরুত্ব বুঝানো। কেননা আল্লাহ বলেন হে ঈমানদারেরা শুধু তোমরাই জাহান্নামের আগুন থেকে বেচোনা তোমাদের পরিবারকেও বাঁচাও আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। আমিন।
Posted on: Tue, 23 Dec 2014 02:25:11 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015