মিঃ বিন ইসলাম ধর্ম গ্রহন - TopicsExpress



          

মিঃ বিন ইসলাম ধর্ম গ্রহন করছে দেখে অনেককেই দেখলাম খুশিতে গদগদাইয়া একের পর এক স্ট্যাটাস দিচ্ছে । কিছু আবাল ছাগু পেইজ তো পারতাছেনা যে মিঃ বিনরে এখনই হেফাজত বা জামাতে ইসলামীর চেয়ারম্যান বানাই দিতে !!! গত এক সপ্তাহে পাকিস্তানে , ইরাকে , নাইজেরিয়ায় বোমা হামলায় প্রায় ২০০ এর মত নিরীহ মানুষ নিহত হয়েছে । ইসলামী জঙ্গী নেটওয়ার্ক আল শাবাব শুধু কেনিয়ার এক মার্কেটেই প্রায় ১০০ এর মত মানুষকে মেরে কোরবানি দিয়ে দিয়েছে । ইরাকে জুমাহের নামাজে বোমা হামলা করে নিরীহ মুসল্লীদেরকে হত্যা করা হয়েছে । কাকতালীয়ভাবে একটা ব্যপার খেয়াল করে দেখবেন , প্রতিদিন শুধু ইসলামিক রিপাবলিক কান্ট্রিগুলোতেই বোমা হামলায় শত শত মানুষ প্রাণ দিচ্ছে । আমেরিকা ইউরোপ চায়নার মত অমুসলিম কান্ট্রিগুলোতে চেয়ে দেখেন , সেখানে বোমা হামলা নাই , জঙ্গীবাদ নাই । অমুসলিম গরীব দেশগুলোতেও অত দাঙ্গা হাঙ্গামা হয়না , যতটা হয় বড় অর্থনীতির পাকিস্তান নাইজেরিয়া ইত্যাদি মুসলিম দেশে । সব ধর্মেই মানবতার কথা বলা হয়েছে । শান্তির কথা বলা হয়েছে । মানুষ হত্যা কিংবা জঙ্গীবাদ কোনো ধর্মেই সমর্থন করেনা । কিছু ইসলামিক কান্ট্রির জঙ্গীবাদের প্রধান কারন , কিছু সংখ্যক মুসলিমদের প্রকট বা বিকট ধর্মানুভূতির ফলে । যেমন , বাংলাদেশের হেফাজত বা জামায়াত । এরা জীবনভর শুধু মানুষের ধর্মকে পুঁজি করে ব্যবসা এবং জঙ্গীবাদ টিকিয়ে রাখবে । এবার বলছি কেনো আমি মিঃ বিনের প্রসঙ্গটা শুরুতে বলেছি । মিঃ বিন মুসলমান যদিও হয়ে থাকে সেটা তার ব্যক্তিগত ব্যপার । এটাতে উচ্ছাস প্রকাশ আপনি তখন ই করবেন যখন আপনার ধর্মানুভূতি প্রকট বা বিকট হবে । কারন , আপনি একজন মিঃ বিনের মুসলমান হওয়াতে খুশি হচ্ছেন কিন্তু প্রতিদিন যে ইসলামের দোহাই দিয়ে শত শত মানুষকে মেরে ফেলছে সেজন্য আপনি ব্যথিত হচ্ছেন না ।
Posted on: Wed, 02 Oct 2013 18:51:08 +0000

Trending Topics



style="margin-left:0px; min-height:30px;"> our girls world.... piyu: he angle you know what we girls

Recently Viewed Topics




© 2015