মামা, একটা সিগারেট - TopicsExpress



          

মামা, একটা সিগারেট খাব কিছুটা অন্যমনস্ক ছিলাম, তাই রিক্সাওয়ালার কথাটা শুনে বিভ্রান্ত হয়ে গেলাম- সিগারেট খাওয়ার জন্য অনুমতি চাচ্ছে নাকি আমার কাছে সিগারেট আছে কিনা জানতে চাচ্ছে! আমি অনিশ্চিত গলায় বললাম, খান? না মানে আপনার অসুবিধা হবে কিনা... না না ঠিক আছে,প্রবলেম নাই। পল্টনের জ্যামে বসে মেজাজ খারাপ হচ্ছিলো। রিক্সাওয়ালার এই সামান্য ভদ্রতা টুকু মনটা ভাল করে দিল। এক বন্ধুর আমন্ত্রণে বুয়েট যাচ্ছি। বেশ কিছুদিন পর ঢাকার রাস্তায় নেমে মাথার চুল ছিড়ছি। জ্যামহীন রাজশাহী থেকে থেকে হাতে সময় নিয়ে বের হবার ব্যাপারটা মাথায়ই ছিল না -_- বুয়েট খেলার মঠের কাছের গেট থেকে ক্যাফেতে যেতে যেতে ৫-৬ টা কাপল দেখলাম। নো অফেন্স, বাট আমার মনে হয়, বুয়েটের কাপলরা একটু বেশি শো অফ করে। এমন একটা ভাব নিয়ে এমন পজিশনে জোড়ায় জোড়ায় বসে গল্প করতেসে, যেন আজকেই তদের শেষদিন,আর দেখা হবে না...এক কাপল আর কিছু করার না পেয়ে ফাঁকা ক্যাফেতে বসে দুজন মিলেই তাস খেলছে :v একদিকে র‌্যাগ কর্নারে লাউড স্পিকারে পরিচিত সব গান বেজে চলছে, এর মধ্যেই ক্লাস ল্যাব সব চলছে, আর্কির সামনে ছচ্ছে সিরিয়াস ক্রিকেট ম্যাচ । কয়েকজন পরিচিত মুখের সাথে হাই হ্যালো হলো। আমি বন্ধুর সাথে ঘুরে ঘুরে গল্প করছি। একটা সময় আমাদের গল্পের ইতি টানতে হলো, কারণ বন্ধুর গার্লফ্রেন্ড চলে এসেছে। কিউট করে পিচ্চি মেয়েটাকে আমার শয়তান ফ্রেন্ডটা হুদাই এমন চোটপাটের উপর রাখে, মেয়েটা এমনকি আমাকেও সম্ভবত ভয় পায় :/ বাসায় ফেরার পথে বাসে প্রচন্ড ভীরে ভাবলেসহীন চোখে একজন যাত্রী নামতেই পাঁচজন যাত্রীর পাড়াপাড়ি করে উঠার দৃশ্য দেখতে দেখতে মনে মনে বললাম, হ্যাঁ, এটাই ঢাকা B|
Posted on: Mon, 25 Nov 2013 11:55:17 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015