মহা এক সমস্যায় পরলাম । - TopicsExpress



          

মহা এক সমস্যায় পরলাম । যেই মাইয়ার নাম মুখে আনতেও শরম করে সেই মাইয়ার নাম বারবার দেখি আমাদের মিডিয়াতে আসে । লজ্জায় মাথা নিচু হয়ে যেতে চায় । সেই মাইয়ার নাম পানি লিওন । তারে নিয়া কখনো পেজে লিখি নাই । আজ তারে নিয়া লিখতে বাধ্য হইতেছি আমাদের মিডিয়ার বাড়াবাড়ি দেখে । এইতো কবে জানি দেখছিলাম মিডিয়ায় নিউজে দেখেছিলাম শিরোনামে আসছে যে "শুটিং করতে গিয়ে কাঁদল পানি লিওন ।" এই শিরোনাম দেখে আমার বন্ধুকে বলতে যাই । সে আবার কানে কম শুনে । আমি তাকে বললাম যে দোস্ত আজ আমাদের অমুক পত্রিকায় শিরোনাম আসছে যে "শুটিং করতে গিয়ে কাঁদলেন পানি লিওন ।" আমার বন্ধু আমাকে অবাক হয়ে বলে যে "কি বলিস !!! শুটিং করতে গিয়ে পাদলেন পানি লিওন !!! এমন নিউজও আমাদের পত্রিকায় এসেছে !!!!! আজব তো !!!" আমি তাকে আর সংশোধন করতে গেলাম না । কারণ সে যেটা বলছে সেই শিরোনামও আমাদের মিডিয়ায় আসতে দেরি নাই । ধিক আমাদের ব্যবসায়ী মিডিয়াকে । ধিক !!
Posted on: Sun, 23 Jun 2013 14:21:13 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015