যেকোন কম্পিউটারের - TopicsExpress



          

যেকোন কম্পিউটারের #পাসওয়ার্ড চেঞ্জ করে দিন পুরনো পাসওয়ার্ড না জেনেই.... :-) :-) কি টাইটেল দেখে অবাক হলেন ? অবাক হওয়ার কিছু নেই। এই ট্রিক টা পানির মতো সহজ। এই ট্রিক দিয়ে আপনি যে কারো কম্পিউটারের পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারবেন Old Password না জেনেই। বন্ধুর সাথে মজা করতে এই ট্রিকটি শিখে রাখতে পারেন। প্রথমেই Windows Button + R চাপুন অথবা Start menu থেকে Run ওপেন করুন। বক্সে cmd লিখে Enter চাপুনCommand Prompt বক্স আসবে। এখানে net user লিখে Enter চাপুন। কম্পিউটারের ইউজারদের ইউজারনেম দেখাবে এখানে। এখান থেকে Administrator এর নাম দেখে রাখুন। এখন আবার লেখুন net user administrator * ( Administrator এর জায়গায় আপনার কাংখিত কম্পিউটারের Administrator এর নাম লিখে Enter চাপুন) যেমন আমার কম্পিউটারের Administrator ইউজার নেম arpan তাই আমিমি লিখবো net user arpan *এখন Command Prompt এ পাসওয়ার্ড দেয়ার জন্য বলবে। পাসওয়ার্ড দিন। পাসওয়ার্ড টাইপ করার সময় দেখাবেনা কি লিখছেন তাই আস্তে আস্তে দেখে লেখুন ও enter চাপুন। আবারো পাসওয়ার্ড চাইবে। একই পাসওয়ার্ড আবার দিয়ে আবার enter চাপুন।দেখবেন কম্পিউটারের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। শুধু মজা করার জন্য ট্রিক টা কাজে লাগাবেন। কারো ক্ষতি করবেননা। #প্রিন্সিপ্যাল__স্যার
Posted on: Sun, 12 Oct 2014 10:16:18 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015