যেদিন বাংলাদেশের খেলা হয় - TopicsExpress



          

যেদিন বাংলাদেশের খেলা হয় সেদিন ফেসবুকে ক্রিকেট ঝড় শুরু হয় । সেদিন বাংলাদেশের জনগন ২ভাগে বিভক্ত হয় । প্রথম , নিজের দলকে উত্‍সাহিত করে । দ্বিতীয় , নিজের দলকে বাঁশ মারার প্রচেষ্টায় থাকে । দ্বিতীয় দলের মানুষগুলাকে আমার কাছে রাজাকারের মত লাগে । আজকে কিছু মানুষের স্ট্যাটাস দেখে খুব খারাপ লাগলো । অনেকেই বাংলাদেশের দলের কিছু প্লেয়ারকে গালাগালি করে পোস্ট দিয়েছে । মনে হয় তারা যেন বেশী খেলা পারে । এতোই খেলা পারে তাহলে তারা ইন্টারন্যাশনাল খেলায় খেলে না কেন ? আজকে যারা খেলছে তারা কি এমনেই খেলছে ? মনে রাখবেন , বলা যত সহজ করা তত সহজ না । যারা খেলছে তারাই বুঝছে তারা কতটা চাপে আছে । কেও ইচ্ছা করেই খারাপ খেলে না । সবাই সর্বোচ্চ ভালো খেলার চেষ্টা করে তবে সবাই সফল হয় না । আজকে কেও খারাপ খেলছে হয়তো কালকে সে সেঞ্চুরি করবে । টেনডুল্টার কি কখন শুন্য করে আউট হয় নি ? খেলায় হার জয় থাকবেই এটা কোন ব্যাপার না । আর প্রতিপক্ষ দলও দুর্বল নয় । আজ বাংলাদেশ জিতুক আর হারুক তাতে মন খারাপ করবো না । নিজেকে সান্তনা দিব এই বলে যে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে দেশের নাম ক্রিকেট বিশ্বে তুলে ধরার ।
Posted on: Tue, 29 Oct 2013 13:39:42 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015