¤ যৌন সমস্যা নিয়ে কিছু - TopicsExpress



          

¤ যৌন সমস্যা নিয়ে কিছু প্রশ্নের উত্তর *প্রশ্নঃ যদি আমি জন্মনিরোধক বড়ি সেবন করছি এবং স্বামী আমার যোনীতে বীর্যস্থলন করেন তাহলে কি আমি গর্ভবতী হয়ে যাব? *উত্তরঃ যদি জন্মনিরোধক বড়ি সঠিক ভাবে/ সময়মত নেওয়া হয় তাহলে গর্ভধারনের সম্ভাবনা থাকেনা। তবে সঙ্গীর যদি যৌনবাহীত রোগ থাকে তা থেকে রক্ষা পাওয়া যাবেনা। মনে রাখবেন যে - আপনি ঔষধ খাবার পর বমি করেন, একই সাথে অন্য ঔষধ গ্রহন করেন অথবা একদিন জন্মনিরোধক বড়ি মিস্ যায় তাহলে বড়ি দ্বারা কাজ হবার সম্ভাবনা অনেক কম।। *প্রশ্নঃ যদি মাসিক ঋজচক্র চলাকালীন মিলন করে তাহলে কি গর্ভধারনের সম্ভাবনা থাকে? *উত্তরঃ না । তবে ইসলাম ধর্মে ঋজচক্র চলাকালীন মিলন হারাম!! সাধারনত ঋজচক্রের শেষ দিকে ডিম্বনিঃস্বরন শুরু হয়। মিলনেরপাঁচ থেকে ছয় দিন পর পর্যন্ত শুক্রানু বেঁচে থাকে। সেই হিসেব গননা করে আপনি অনুমান করতে পারেন- গর্ভধারনের সম্ভাবনা আছে কিনা? প্ *রশ্নঃ যদি জন্মনিরোধক ব্যতিরিতে যৌনমিলন করার পর মাসিক ঋজচক্র হয় - তার মানে কি আমি গর্ভবতী নই? *উত্তরঃ এমন অনেক নারী আছেন যাদের সন্তানগর্ভধারনের পরও (গর্ভে সন্তান থাকা অবস্থায়) পুরা ১০ মাস মাসিক ঋজচক্র হয়ে থাকে। তাইকনডম কিংবা খাবার বড়ি ছাড়া শাররীক মিলন করার পর ডাক্তারী পরীক্ষা ছাড়া নিশ্চিত হওয়া যাবেনা আপনি গর্ভবতী কিনা? আপনি দোকান থেকে প্রেগনেন্সী টেষ্ট কিট কিনে ঘরে এ পরীক্ষা করতে পারেন। তবে কোন একজন ডাক্তারের মাধ্যমে রক্ত এবং প্রস্রাব পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা খুবই জরুরী।তাই সবসময় সতর্ক থাকুন । নিরাপদ এবং নৈতিক যৌনমিলন করুন সুস্থ থাকুন । মনে রাখবেন ১টি দুর্ঘটনা সারা জীবনের কান্না *স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখুন, পোষ্টটি লাইক কমেন্ট অথবা শেয়ার করুন । {আমাদের পোষ্ট গুলো যদি আপনাদের সামান্য ভাল লেগে থাকে অথবা উপকারে এসে থাকে তাহলে পোষ্ট গুলোতে লাইক দিয়ে কমেন্টে অন্তত একটা “Thanks” জানাইয়েন।}
Posted on: Sun, 07 Sep 2014 15:14:55 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015