যেহেতু, Nokia এখন - TopicsExpress



          

যেহেতু, Nokia এখন পর্যন্ত কোনো Android Mobile Officially বাজারে আনতে পারেনি, তাই Google এর সাথে মিমাংসা হবার আগ পর্যন্ত তারা Windows OS দিয়ে জনপ্রিয়তা অর্জনের চেষ্টায় আছে । তারা Nokia EOS দিয়ে ভালই সারা ফেলেছে। কিন্তু এবার তারা নজর দিয়েছে বেস্ট ফিচার ফোনের দিকে। তারা সবচেয়ে দ্রুতগামী মোবাইল বাজারে আনতে পারে, এতে তারা ব্যাবহার করবে Snapdragon 800 Quad Core Processor যা S4 এর চেয়েও দ্রুতগামী। তারা এতে ব্যাবহার করবে Adreno 330 GPU,যা এখন পর্যন্ত Latest । কিন্তু Display র ব্যাপারে কিছু জানা যায় নি। কিন্তু 720p display তে যদি Adreno 330 Gpu Use করা হয় তবে সেটা জনপ্রিয়তা অর্জনে ব্যার্থ হবে, নিতান্তই বোকামির সামিল। সুতরাং, তারা 1080p display বের করতে পারে। OS হিসাবে থাকবে Windows। মোবাইলের নাম বা দাম কিছুই পরিষ্কার ভাবে জানা যায় নি, কিন্তু খুব দ্রুতই এই ধরনের ফিচার সমৃদ্ধ মোবাইল তারা আনতে পারে। NOKIA LOVERS -- HIT LIKE & SHARE. প্রযুক্তি বিষয়ক সর্বশেষ খবর সবার আগে পাবেন শুধুমাত্র আমাদের পেজেই। সুতরাং, সবাই লাইক দিয়ে এক্টিভ থাকুন। (REPOST) আমাদের পেজটি ভাল লাগলে পেজটি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। **পাভেল**
Posted on: Thu, 04 Jul 2013 10:06:54 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015