যুদ্ধ যখন বেঁচে - TopicsExpress



          

যুদ্ধ যখন বেঁচে থাকা ক্রিষ্টিনার সাথে দেখা হতো কালেভদ্রে। তবে টেলিফোনে কথা হতো প্রচুর। কেস ম্যানেজার হিসেবে আমার কঠিন কাজগুলোর দায়িত্ব পড়তো তার উপর। অত্যন্ত কর্মতত্পর আর নির্ভরযোগ্য কর্মি। সারাক্ষন হাসিখুশি আর ফুরফুরে মেজাজ। হাসপাতালের সবচেয়ে আকর্ষনীয় নার্সদের একজন। সেবার দেশ থেকে ছুটি কাটিয়ে ফিরে এসে শুনি ক্রিষ্টিনা অপেক্ষা করছে আমার জন্য। -কেনো? -হাসপাতালে ভর্তি হবে। ওর ট্রেকিয়োষ্টোমি টিউবটা খুলতে হবে। আর কারো কাছে যেতে রাজী না। ট্রেকিয়োষ্টোমি? শুনেই যেনো মাথাটা ঘুরে উঠলো। ঠিক শুনলাম তো? হ্যা। ঠিকই। প্রচন্ড মাথা ধরতো তার। সাইনাসের সমাস্যা ছিলো। সেইভাবেই চিকিত্সা করছিলো তার ফ্যামিলি ফিজিশিয়ান। কিন্তু মাথা ধরাটা বাড়তেই থাকলো। সিটি স্ক্যান করে দেখা গেলো মস্তিস্কের টিউমার। ধরা পড়ার তিনদিনের মাথায় সার্জারি। অর্ধেকটা টিউমার বের করা সম্ভব হলো। কিন্তু হুঁশ ফিরলো না সাথে সাথে। সপ্তাহ দুয়েক লাইফ সাপোর্টে থাকার পর ট্রেকিয়োষ্টোমি করা হলো। হুঁশ ফিরলো। লাইফ সাপোর্টও তুলে নেয়া হলো। কিন্তু কথা বলতে পারছে না। হাত পা নাড়তে পারছে না। সেই থেকেই ক্রিষ্টিনার সাথে আমার যোগাযোগ বাড়তে লাগলো। এবার তার চিকিত্সক হিসেবে। প্রায় প্রতি মাসেই হাসপাতালে ভর্তি হয় নানা সমাস্যা নিয়ে। অনেক উন্নতি হয়েছে গত দুই বছরে। গলার ফুটো বন্ধ করা হয়েছে। অক্সিজেন ছাড়াই চলে এখন। চেয়ারে বসতে পারে। হাত আর আঙ্গুল নাড়তে পারে। কিন্তু কানে শুনে না। কথা জড়ানো। মুখে খাবার খেতে পারে না এখনো। তার পরেও প্রচন্ড মনোবল তার। হাত কাঁপলেও স্মার্ট ফোনে টেক্সট করছে অনবরত। ফেসবুকে যোগাযোগ করছে। নিজের সমাস্যাগুলো টাইপ করে জানাচ্ছে। আমার অফিসে আসে মাসে একবার করে। স্বামী আর মা সাথে আসে। ওই দিনটা আমাদের খারাপ কাটে। কাজের কথাগুলো সব স্বামীটাই বলে। তার গলায় উত্কন্ঠা। ক্রিষ্টিনার মুখের অভিব্যাক্তি তেমন বুঝা যায় না। মুখের মাংসপেশি কাজ করে না। সবসময়ই মনে হয় হাসি হাসি মুখ। তবে চোখে পানি দেখেই বুঝা যায় মনের অবস্থা। মা আলাদা কথা বলে আমার সাথে। মেয়ের সামনে কিছু বলে না। আড়ালে এসে কাঁদে। অফিসের সবাই আড়ালে আবডালে চোখ মুছে। এভাবে কি হয়? চিকিত্সকদের এতো ইমোশনাল হতে হয় না। এভাবে চিকিত্সা করা যায় না। একবার মনে হয় বলি অন্য কোন ডাক্তারের কাছে যেতে। আমরা না হয় সহকর্মি বন্ধু হিসেবেই পাশে থেকে সাহায্য সহায়তা করলাম। কিন্তু সেটাও তো ইমোশনাল কথা। ক্রিষ্টিনার ছোট বেলার কাহিনীটাও দু;খের। দক্ষিনাঞ্চলীয় এলাকার সাধারন এক ধর্মভীরু পরিবারের মেয়ে। বাবা কয়লার খনিতে কাজ করতো। মা সংসার সামলাতো। হাইস্কুলে থাকতেই প্রেম। বিয়ের আগেই সন্তান সম্ভবা। কিন্তু বাচ্চা হওয়ার পর প্রেমিক ওকে ছেড়ে চলে যায়। বিয়ে আর হয় নি। ধর্মপ্রবণ বাবা মা এটা মেনে নেয় নি। ক্রিষ্টিনা আলাদা বাড়িতে উঠে। একাই ছেলেকে মানুষ করতে থাকে। পার্ট টাইম কলেজে যায়। আর একটা ব্যাঙ্কে কাজ নেয়। ওখানেই পরিচয় বিলের সাথে। আবারো প্রেমে পড়লো। বিল তার ছেলেটাকে দত্তক নিলো। নার্সিং স্কুল শেষ করার পর ঘটা করে বিয়ে হলো তাদের। আর বিয়ের বছর কয়েক পরেই অসুস্থ হলো সে। মানুষ বেঁচে থাকার জন্য কতোই না যুদ্ধ করে। আর সেই যুদ্ধেরও কতোই না রকমফের। ক্রিষ্টিনাও বেঁচে আছে। যুদ্ধ করেই বেঁচে আছে। আরো একটা সার্জারীর প্রস্তুতি চলছে। বাকী টিউমরটা বের করতে হবে। টিউমরটা বড়ো হচ্ছে দ্রুত। মস্তিস্কের ভেতরে চাপ বেড়ে যাচ্ছে আশংকাজনক ভাবে। সার্জারি ছাড়া উপায় নেই। কিন্তু এবার বেঁচে উঠবে কি সে? আর উঠলেও কেমন হবে তার পরের জীবন? এর ভালো উত্তর নেই। ক্রিষ্টিনাও জানে। কিন্তু সে নিশ্চিত। সরাসরি জানিয়ে দিয়েছে সার্জারিতেই যাবে সে। যতো ভয়ই থাকুক হাল ছাড়বে না। আমাকে ম্যাসেজ পাঠিয়েছে। আজ তার বাড়িতে প্রার্থনার অনুষ্ঠান। যদি পারি আমরা যেনো যাই। (প্রথম ও দ্বিতীয় ছবিঃ ছেলের সাথে, অসুস্থ হওয়ার কয়েক মাস আগে তৃতীয় ও চতুর্থ ছবিঃ মা ও স্বামীর সাথে) She is my patient and ex-colleague. It is hard to write about such a person. Emotion blurs the facts and there is ample room for inadvertent exaggeration. There is also a fear of potential impact on the spirit and morale. But we still talk about life in our own way. We are humans. Our mature mind is the product of learned experience. And one of the intriguing facts of our daily experience is how uncertain human life could be. As physicians and health care providers, we thrive in the certainty of science and sometime it’s difficult to fathom the depth of this uncertainty. From faith perspective, we say everything happens for a cause. From science perspective, everything is due to a cause. But the human emotion takes a third dimension, not looking for the cause or the effect, just overwhelmed with the reality. What is the odd for a miracle? Almost a decade ago, during a leisurely discussion, I asked this question to one of my friend who happens to be a reputed mathematician. He was citing an example to clarify the topic. There are plane accidents and we know the statistics. So, for a given flight, we can put an odd for accident. Along with it, if we add the other known factors, one can even refine the statistics. If that particular plane crashes and only one person survives, you may call it a miracle. Others may look for clues, some underlying factors for this miracle. But then, was it a chance factor or a chosen factor? Our discussion did not go too far because of short of time. And we never caught up on that. But I am still intrigued by the issues of ‘chance factor’, as we apply in statistics and use in our research models. For us, as humans, whatever happens is a reality. And the reality is, one of our friend is sick with an illness that has an explanation. And perhaps this is for a reason too. We don’t argue with that. We simply submit and do our best. We just hope and pray that the healing hand is extended and she gets better. She can barely talk. But her mind is fresh. She can barely hear, but keep asking questions. Her hands shake but she continuously texts her friends. She is a believer and a fighter. And we know, she would keep on fighting. She is scheduled for another surgery soon. Please pray for her. First and second picture: With her son, during the fall season just prior to her illness. Third and fourth picture: In my office few days ago, with her husband and mother. (Consent obtained for photograph and publication. Permission slips in the chart.)
Posted on: Wed, 15 Oct 2014 04:13:41 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015