রাজ্য সরকারি - TopicsExpress



          

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নিউ ইয়ার গিফট৷ জানুয়ারিতে ৬ শতাংশ হারে তাঁরা মহার্ঘ ভাতা বা ডিএ পাবেন৷ বুধবার, বিধানসভায় এ কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি তিনি বলেন, কেন্দ্র যে হারে ডিএ বা অন্যান্য ভাতা দেয়, তা রাজ্য সরকারের পক্ষে দেওয়া সম্ভব নয়৷ কিন্তু, তা সত্ত্বেও কর্মচারীদের পাশে দাঁড়িয়ে, রাজ্য সরকার যতদূর সম্ভব চেষ্টা করবে৷ সূত্রের খবর, বামফ্রন্ট ক্ষমতা থেকে চলে যাওয়ার সময়ে রাজ্য সরকারি কর্মচারীরা, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে ১৭ শতাংশ কম ডিএ পেতেন৷ তৃণমূল সরকারের শুরুর কয়েকদিনের মধ্যে সেই ব্যবধান বেড়ে দাঁড়ায় ২৩ শতাংশে৷ এ দিন বিধানসভার বাইরে অর্থমন্ত্রী অমিত মিত্র জানান, ২০১১ সালের শেষে, তারা রাজ্য সরকারি কর্মীদের ১০ শতাংশ হারে ডিএ দিয়েছেন৷ ২০১২ সালে দিয়েছেন ৭ শতাংশ হারে৷ আর এবার ৬ শতাংশ হারে ডিএ দেওয়া হবে৷ এভাবেই, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারির কর্মচারীদের পাওয়া ডিএর যে ২৩ শতাংশ ব্যবধান ছিল তা মুছে গেল৷ মঙ্গলবার, অমিত মিত্র বিধানসভায় লিখিত বিবৃতি দিয়ে জানিয়েছিলেন, রাজ্য সরকারি কর্মীদের কোনও মহার্ঘ ভাতা বকেয়া নেই৷ তবে কেন্দ্রীয় সরকার তাদের কর্মচারীদের যে মহার্ঘ ভাতা দিচ্ছে, তা রাজ্যের তুলনায় ৩৮ শতাংশ বেশি৷ এই নিয়ে বিভিন্ন মহলে বিভ্রান্তির সৃষ্টি হয়৷ এর ২৪ ঘণ্টার মধ্যেই ৬ শতাংশ হারে ডিএ দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী৷ এর জেরে ডিএ নিয়ে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট হল বলেই মনে করছে রাজনৈতিক মহল৷
Posted on: Wed, 20 Nov 2013 11:57:48 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015