রাত ১১টায় ঘরে ফিরেছি, - TopicsExpress



          

রাত ১১টায় ঘরে ফিরেছি, সারা দিনে খাওয়া বলতে সকালে ভাত আর সন্ধ্যায় দুটো পরটার সাথে ডিম ভাজি। দিন শেষে এত ক্লান্তি নিয়ে ঘরে ফেরার পর যদি স্লো নেট স্পিড থাকে, মেজাজ যে কত্ত খারাপ হয়! এখনও রাতের খাবার খাইনি, হাত-মুখও ধুইনি, এসেই বসেছিলাম কম্পউটারে, কাজের কাজও করতে পারছি না, কিছুই করতে পারছি না, যতই ব্রাউজ করছি ততই বিরক্তির পরিমাণ বাড়ছে। সাবমেরিন ক্যাবল কি আবারও কাটা-টাটা পড়ল নাকী? গত এক সপ্তাহ ধরে নেটের অবস্থা বেসামাল, আজকে তো মাত্রাতিরিক্ত! :@
Posted on: Sat, 28 Sep 2013 18:02:24 +0000

Trending Topics



NEXT WAVE OF LEADERS by Brad
Its 1962, the Minnesota Twins decide they want to sign the

Recently Viewed Topics




© 2015