রাফিদ আবইয়াদ আমি জানি - TopicsExpress



          

রাফিদ আবইয়াদ আমি জানি এই স্ট্যাটাসটা দেয়ার পর আমার আইডিটা পারমানেন্ট ভাবে চলে যাবে । তবুও আইডির মায়া ত্যাগ করে একটা স্ট্যাটাস দিয়ে ফেলা প্রয়োজন মনে করছি । আশা করি পড়বেন । সোহাগ-সূর্য- আরজেল- ঊর্মি কাহিনী পড়তে পড়তে আপনারা হয়ত চোখ পঁচিয়ে ফেলেছেন । তাই আমি আমার মতামতটা বলছি আশা করি পুরোটা পড়বেন । এই সম্পূর্ণ প্রপোস খেলা টা ঘটেছিল আমার সামনে । আমি কাউকে কিছুই বলি নি । আমি সোহাগ- ঊর্মির সেই আদ্যিকাল থেকে সকল চ্যাট মেসেজ প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে পড়েছি । যেই সোহাগের নামে সত্যি কথা বললে আরজেল বা জিনিয়াস মামার জ্বালা লাগে , সেই সোহাগ জিনিয়াস , সূর্য এবং আরজেল যে হিযবুত সেটা ফলাও করে বলেছে ঊর্মিরকাছে । সোহাগের নোটে যে চ্যাট পেয়েছেনঊর্মির লুতুপুতু হিসাবে তা আসলে লিখেছিল সূর্য । শবে বরাতের রাতে সোহাগ ঊর্মিকে প্রপোসের পর আমরা মজা করার জন্য সূর্যকে ঊর্মি পাসওয়ার্ড দিয়েছিল । এবং ওরা দুজন উর্মির আইডিতে এবং আমি আমার আইডিতে চ্যাট করছিলাম একত্রে । আমি আমার আল্লাহর কসমে বলছি এটা । প্রথমত একটা মেয়েকে পছন্দ করে একটা ছেলে প্রপোস করে ফেলতে পারে । তাকে নিয়ে সর্বোচ্চ মজা করা যায় । কিন্তু ছ্যাঁকা খেয়ে ঐ মেয়ের নম্বর নিজের প্রোফাইলে যে আবাল এড করে তাকে আমার জুতাতে ইচ্ছা করে । দ্বিতীয়ত , ভৌতিস্ট সূর্যের সাথে আমারভালো সম্পর্ক অনেক দিনের । কিন্তু সে কি কারনে ঊর্মিকে পঁচানি দিয়েছে সেটা আমি জানি । আমি তোমাকে বিশ্বাস করেছিলাম সূর্য । হিযবুত আর জামাতের বিরোধ তুমি খালি খালি টেনে এনেছ । তৃতীয়ত , আরজেল সাহেব যে স্ন্যাপে ঊর্মির নম্বর চেয়েছিল তা সোহাগ নিতে চেয়েছিল যাতে আরজেলকে পঁচাতে পারে । আরজেল বুদ্ধিমান লোক । গা বাঁচাতে ওস্তাদ টাইপের । এইভাবে মিথ্যা প্রমান , মিথ্যা কথা , নিজের পছন্দমত চ্যাটের কথা চেঞ্জ করে প্রকাশ করে তোমরা ইসলামের খাদেম দাবী করো নিজেকে । তোমার অন্তরে কুফরি- নাহলে মিথ্যাচারকরতে পারতে না । যে ব্যক্তি নিজের দোষ ঢাকতে একটা মেয়ের ঘাড়ে সব দোষ চাপিয়ে দেয় তার জন্মপরিচয় নিয়ে সন্দিহান আমি । # hopeless#
Posted on: Fri, 28 Jun 2013 10:35:09 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015