রাষ্ট্রীয় ক্ষমতার - TopicsExpress



          

রাষ্ট্রীয় ক্ষমতার পালাবদলের হাওয়া আঁচ করতে পেরে, দেশের বিভিন্ন স্থানে বর্ণচোরা লোকজন ইতিমধ্যেই তাদের খোলস পাল্টে নিয়ে "নব্য জাতীয়তাবাদী" সাঁজতে শুরু করে দিয়েছে - কোথাও কোথাও আবার ঘটা করে "বিএনপি-তে যোগদান" অনুষ্ঠানের আয়োজনও করা হচ্ছে (রীতিমত ঢাক ঢোল পিটিয়ে)... বিএনপি এবং জিয়া পরিবারকে নিলামে তোলার এই সর্বনাশা প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করতে হবে... প্রতি পাঁচ বছর অন্তঃর অন্তঃর সুসময় বুঝে "যোগদান" এবং দুঃসময়ে "বিয়োগদান" নামক এই ভয়ানক মরণব্যধির হাত থেকে "দল"-এর অস্তিত্ব এবং "জিয়া পরিবার"-এর ইমেজ রক্ষা করার জন্যে সর্বস্তরের পরীক্ষিত এবং ত্যাগী নেতাকর্মীদেরকে আরও বেশী কঠোর ভুমিকা পালনে আহ্বান জানাচ্ছি... এই দলটা আমাদের, "দুধের মাছি"-দের নয়... Courtesy: [email protected] JCD Activist (Former & Present) @ FB/JcdBangladesh
Posted on: Thu, 18 Jul 2013 03:48:28 +0000

Recently Viewed Topics




© 2015