লাভগুরু সাকিব কথন : ( ! ) - TopicsExpress



          

লাভগুরু সাকিব কথন : ( ! ) ভালবাসা ব্যাপারটাই এমন - এখানে মনের চাহিদাটা ৯০ % । শারিরীক চাহিদা ৫ % । আর বাকি ৫ % ?? বাকিটুক অস্তিত্বের চাহিদা ! I NEED SOMEONE WHOM I DESERVE MOST - এমন একটা ফ্যাক্ট মনের মধ্যে থাকেই। নিজের স্বপ্নের মত করে গড়ে তোলা একটা বাস্তব - যদি আমি আরেকটা মেয়ের মাঝে পাই - তবেই, আমি তাকে ভালবাসি। রিলেশন হওয়া আর আই লাভ ইউ বলার মাঝে ভালবাসা ব্যাপারটা সীমাবদ্ধ কখনোই থাকে নি। যে জিনিসটা ভালবাসা ব্যাপারটাকে ঢেকে রাখে - তা হল বিশ্বাস। আমি ওকে ভালবাসি কথাটা বলা খুব কি কঠিন ?? কিন্তু মন থেকে বিশ্বাস আনাটা সত্যিই একটা টাফ জব। *আমার বিএফ আমার সাথে একটা দুই নম্বরী করেছে। পরে মাফ চাইতেছে। কি করবো ?? নিজের মনকে জিজ্ঞাস করাই ভালো। সত্যিই কি তুমি তাকে ভালবাসো ? অথবা এই বিশ্বাস কি সত্যিই রাখো যে দুনিয়াটা উল্টে গেলেও সবার আগে সে আমাকে রক্ষা করবে - এই ফিলিংস টা কি সত্যিই তোমার মনে কাজ করে ?? দেন গো অন। ক্ষমা করে দাও। মানুষ মাত্রই ভুল। তবে রিমাইন্ড অলয়েজ - ভুলটা যাতে সাময়িক হয় - এবং ; মন থেকে ডিসিশন নিয়ে ইচ্ছাকৃত ভুল যাতে না হয়। শরীরের কলঙ্ক মোছা যায় - মনের কলঙ্ক কখনোই মোছা যায় না। একটা বেশ্যাকে ধরে ভাল করা সম্ভব। একটা প্লে বয় / প্লে গার্ল কে ভালো করা সম্ভব না। * আমার জিএফ কে আমার সন্দেহ হয়। আমার মনে হয় ও দুটা রিলেশন চালায়। কি করবো ?? কিচ্ছু করার নাই। সোজা নিজ থেকে ব্রেক আপ করে আসো !! লিসেন, একটা মেন্টাল রিলেশন ক্রিয়েট হতে অনেক সময় নেয় - মোস্ট ইম্পরট্যান্টলি যেই বিষয়টা আসে - চোখ বুজে বিশ্বাস করা। একটা মানুষ কি করে না করে তার ব্যাপারে যদি খুতখুত ই থাকলো তো রিলেশন জিনিসটা আসে কোত্থেকে ?? পাশাপাশি বসে থেকে অপোসিট জেন্ডারের ছোয়া উপভোগ করা রিলেশন না - ও আমার এবং শুধুই আমার এই ভাবনাটাই একটা সাকসেসফুল রিলেশন এর পেছনে কাজ করে। সন্দেহ কেবল তখনই আসতে পারে, যখন নিজের মনে তাকে নিয়ে একটা খুতখুত স্টার্ট হয় তার তেমন কোন অনৈতিক সিম্পটম দেখে - আর সেই ফিলিংস টা চলে আসলে - মোবাইলে মেসেজ দিয়ে ব্রেক আপ করা লাগেনা। হৃদয়ের স্পন্দন থেকেই আপনা আপনি সেই নাম ডাকা বন্ধ হয়ে যায়। * ওর সাথে আমার খুব ঝগড়া হয়। অনেকবার ব্রেক আপ হইসে। আবার ঠিক ও হইসে। বাট লাস্ট টাইম আমাকে গালিগালাজ করছে। খুব বেশী কমন প্রব ফর দ্যা dudes. অভিমান ব্যাপারটা মিষ্টি। এতে রাগ করার মাঝেও একটা অভিনয় থাকে। কিন্তু বিরক্তি ব্যাপারটা রিলেশনের মাঝে আসা মানেই ডাল মে কুচ কালা হ্যা। একজনের সাথে এত ডিপলি কনট্যাক্ট আমার - তার উপর আমি বিরক্ত কেন হব ঝগড়ার টাইমে ?? সেই মাইন্ড সেটাপের ব্যাপারটাই আবার আসলো। গালিগালাজ সাধারন মস্তিস্কে কেউ ভালবাসার মানুষকে করে না। উত্তেজিত হলে কিছু গালি বের হয়ে গেলেও সেটা পাত্তা না দেয়াই উচিত। কিন্তু বার বার একই ফ্যাক্ট ঘটতে থাকলে তোমার বোঝা উচিত - আমার মানুষটা আমায় যথেষ্ট বুঝে কিনা - কিংবা আমার মত করেই আমাকে ভালবাসে কিনা - একজনের তো অবভিয়াসলি ট্যাকল দিতে হবে। বাট দোষ করেও স্বীকার না করাটা চোরের লক্ষন। * আমার সাথে ওর তিন মাস ধরে ব্রেক আপ। ও আমাকে লাভ করে না। তাও আমি ওকে খুব মিস করি। আমি কি ওকে লাভ করি?? মিস করা আর লাভ করা কখনোই সেইম না। একটা ব্যাপার মায়া - আরেকটা ভালবাসা। মায়াটা থেকে যায় অনেকদিন - আর ভালবাসাটা থাকে আজীবন। আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড । মেয়ে। ওর বিএফ টার পরিচয় ফেইক ছিল। ধরা পড়ার পর ছাড়াছাড়ি হয়ে যায়। আমার ফ্রেন্ড ঐ পোলার মত এই দুনিয়ায় কাউকে এত হেইট করে না। কিন্তু বছর পেরিয়ে গেলেও ওর ওই ছেলের জন্য এখনো কষ্ট হয়। খুব কষ্ট। মিসিং টা এমন পর্যায়ে যায় যে ও কাদে। নাহ - এটা ভালবাসার কান্না না। এটা মায়ার জন্য কান্না। খোদা আমাদের মনে যতনা ভালবাসা দিয়েছেন - তার অনেক অনেকগুন বেশী দিয়েছেন মায়া। আমরা ভালবাসা ইগনোর করে যাই। মায়ার ফ্যাক্ট টা ইগনোর করতে পারিনা। সেই ক্ষমতা খোদা আমাদের দেন নাই। আসলে এই বিচ্ছেদ মুহুর্ত / রিলেশনের খারাপ মুহুর্ত গুলোয় কি করা উচিত?? নিজেকে সময় দাও। ও তোমাকে ভালবাসে কিনা এটা বুঝাটা যতটা জরুরী - তার চেয়েও আমি ওকে ভালবাসি কিনা সেটা বুঝা জরুরী। জাস্ট কিপ ইন মাইন্ড - লাভ জনিসটা বিএফসির সসেজ না - টিশ্যুপেপার ও না ; যে যতবার চাব - ততবার পাব। লাভ হচ্ছে চিকেন। তোমার সামর্থ দিয়ে সেটা গেইন করার পর কখনোই তুমি তা লস করতে পারো না !! লাস্ট সে - আস্ক ইয়োর মাইন্ড ; ইফ ইউ রিয়েলি লাভ ওয়ান। গো ফর হিম / হার । নো ডাবট - যদি সত্যি অপোসিট সাইড থেকে রিয়েলি লাভ ব্যাপারটা আসে - তোমার লাইফের চে সুন্দর কিছু হতেই পারে না। কিন্তু - অলয়েজ দেয়ার বি আ কিন্তু এন্ড সেটা হচ্ছে , যদি তুমি চিটেড হওয়ার মিনিমাম ফ্যাক্ট ও দেখো - বি সিউর এন্ড দেন যত তারাতারি পারো স্কিপ দ্যাট পারসোন। নিজের আবেগ বাস্তবতা থেকে বেশী কাজ করবেই। ইউ কান্ট ইগনোর দ্যাট। কিন্তু যতই আবেগ থাকুক - একটা শয়তান কে প্রশ্রয় দেয়ার আগেই গা ঝাড়া দিয়ে ফেলে দেয়াই জরুরী। শেষ কথা - নিজেকে বুঝতে শিখো। আর নিজের মত একজন কে খোজ। যার সাথে তোমার কোন কিছুই মিলে না - তার সাথে সারা জীবন পার করা যায় বটে - লাইফ কি জিনিস সেটা লাইফ চলে গেলেও বুঝা হয়না।
Posted on: Wed, 26 Nov 2014 12:53:47 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015