লুচ্চামী আর অশ্লীলতার - TopicsExpress



          

লুচ্চামী আর অশ্লীলতার জান্নাত ভারত । ভারতের পর্ণ সাইট দিয়ে ভেসে যাচ্ছে দুনিয়া । চটি পেজ গুলোর অধিকাংশ এডমিন গুলি ইন্ডিয়ান । এই তো বছর খানেক আগে ভারতীয় পার্লামেন্ট হাউসে বসে দুই এমপি পর্ণ মুভি দেখছিলো । যা আবার সিসিক্যামেরায় ধরাও খেয়েছে । ভারতীয় নাটক ,সিরিয়াল গুলিতেও ঐ একই ছোয়া । এর বৌ ও ভাগিয়ে নিচ্ছে , এ ওর সাথে পরকীয়া করছে , ওমুক কিভাবে কুটনামী করছে । ভারতের জাতীয় সম্পদ সানি লিওন আফা মনি । ওরা যা হয় হোক তাতে আমাদের কি ? সমস্যা কোথায় জানেন ? আমাদের মা ,বোন ,বৌরা ওদের ঐ সিরিয়াল ছাড়া দেখে না । আমাদের বোনদের সানি লিওনের ড্রেস ছাড়া ঈদ হয় না । ইন্ডিয়ান চিপস আর ইন্ডিয়ান চকলেট ছাড়া গার্ল ফ্রেন্ড খুশি হয় না । ইন্ডিয়ান কসমেটিক ছাড়া আমাদের মা বোনদের নাকি সৌন্দর্য্য বাড়ে না । কথা গুলি বলতাম না । আজ মেজাজটাই খারাপ হয়ে গেছে । সৌদি রাতে ফোন দেয় , জিজ্ঞাসা করি কি করো ? ওর ঐ একটাই উত্তর স্টার প্লাস দেখি । স্টার প্লাস ছাড়া ওর নাকি ভালো লাগে না । ওখানে হিন্দি সিরিয়াল দেখে দেখে হিন্দী ভাষা রপ্ত করে ফেলেছে । মাঝে মাঝে কথা বলার ফাঁকে আমাকে বলে ক্যায়সা হুয়া ফরহাদ ? আজ স্টেট বলে দিয়েছি নো চুদুর বুদুর । ঐ সব ক্যায়সে হুয়া ,হুক্কা হুয়া চলবে না । পাকিস্থান জিয়ো পাকিস্থান জিয়ো বলা পাবলিক আর ঐ দিকে ক্যায়সে হুয়া পাবলিকদের আমি মোটেই দেখতে পারি না । খট করে ফোন কেটে দিয়ে মেজাজ খারাপ করে পোষ্টটা লিখতে বসেছি । ঐ সৌদি শোন চামড়া সুন্দর আছে তোর । যে কোন ছেলে এসে তোকে বলবে কাহো না পেয়ার হে মেয়ার হে । তুই ওদেরকে খুঁজে নে । ধ্যাত্‍ আমাদের আসলে আত্নসম্মান বোধই নেই ।
Posted on: Thu, 14 Nov 2013 18:27:59 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015