=শিক্ষণীয় গল্প= লেখা-Faizullah - TopicsExpress



          

=শিক্ষণীয় গল্প= লেখা-Faizullah Riyadh একবার ২৪জন লোক একটি জঙ্গলে গাছ কাটছিলো, এমতবস্থায় আকাশে কালো মেঘ দেখা দিলো এবং আচমকা বৃষ্টি পড়তে শুরু করল। তখন সকলে মিলে জঙ্গলের একটি কুড়েঘরে আশ্রয় নিল। কিছুক্ষণ পর বৃষ্টি তীব্র আকার ধারণ করল আর লোকেরা দেখতে পেল আকাশ থেকে বড় বড় বিজলী তাদের আশ্রয়কৃত কুরেঘরের ছাদ পর্যন্ত এসে আবার আকাশে উঠে যায়,এভাবে অনেক্ষণ চলল। অতপর তারা সকলে মিলে পরামর্শ করল যে, এই বিজলী হয়তো আমাদের কারো একজনের উপর পতিত হবে,তাই একজন করে সবাই বাহির থেকে ঘুরে আসি যাতে করে যার উপর পড়তে চাই তার উপর পড়ে যাক আর বাকী সবাই বেচে যেতে পারি! এই পরামর্শের উপর সবাই একমত হলো। পরামর্শ অনুযায়ী ২৩জন বাহির থেকে ঘুরে আসল কিন্তু কারো উপর বিজলী পতিত হলোনা, বাকি রইল শুধু একজন। সবাই ধারণা করলো এই সেই লোক যার জন্য আমরা সকলে পেরেশানীতে আছি। কিন্তু ঐ লোকটি বাহিরে যেতে রাজী হচ্ছিল না, তাই সবাই মিলে তাকে ধরে বাহিরে ছুড়ে ফেলল। তাকে বাহিরে ফেলে দেওয়ার সাথে সাথে বিজলী ঘরের উপর পড়ল এবং ঘরের সকলে মৃত্যুবরণ করল। বেচে থাকল শুধু ২৪নাম্বার লোকটি। শুধু মাত্র তার কারণে বাকী সবাই নিরাপদে ছিল! শিক্ষাঃ আমরা প্রায়ই অন্যের খারাপটা দেখি এবং যে কোন কাজে অন্যের দোষটা ধরি। কিন্তু দোষটা যে আমাদের তা আমরা কল্পনাও করতে পারিনা। তাই অপরের দোষ না খুজে আগে নিজেরটা খোজা উচিত্। দাগে ভরা নিচের আঁচল আগে দেখে নাও, পরের নামে বদনাম চিন্তা করে দাও!
Posted on: Sun, 26 Oct 2014 03:49:29 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015