শেরে বাংলা জাতীয় - TopicsExpress



          

শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ২৬ হাজার। আর আর্মি স্টেডিয়ামে বেংগল আয়োজিত ৪ দিন ব্যাপি উচ্চাঙ্গ সঙ্গীত উৎসবে একেক রাতে শ্রোতা ঢুকেছেন ৩২ হাজার, ৩৩ হাজার। সারারাত জেগে লোকে উচ্চাঙ্গ সংগীত শুনছেন, এমনকি স্টেডিয়ামের গ্যালারিতে বসে। এ এক অপূর্ব দৃশ্য। আর কী সুন্দর আয়োজন। কী ত্রুটিহীন ব্যবস্থাপনা। বাংলাদেশের সক্ষমতা বাড়ছে, নির্বাহ করার ক্ষমতা বাড়ছে। ফরহাদ ভাইদের ব্লুজ কমিউনিকেশন-এর ইভেন্ট ব্যবস্থাপনা বা আমাদেরই মুকিম ভাইদের মঞ্চ ইত্যাদির প্রশংসা করতে হবেই, এই প্রথম কোনো অনুষ্ঠানে দেখলাম সাউন্ড সমস্যা করল না। বড় প্রশংসা করতে হবে বেঙ্গল-এর ব্যবস্থাপনার। নেপথ্যের মানুষগুলোর। এত এত শিল্পী, তাদের আনা, রাখা, খুশি রাখা। দেশেও তো ভিআইপির অভাব নাই। কাজ তো খুবই কঠিন। কিন্তু আসল প্রশংসা প্রাপ্য বাংলাদেশের মানুষদের, এত সুশৃঙ্খল শ্রোতা, হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে, কিন্তু কোথাও কোনো ছন্দপতন নাই! অভিনন্দন, বাংলাদেশকেই। সুরুচির প্রমাণ রাখল বাংলাদেশ, এটা কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান। অভিনন্দন।
Posted on: Mon, 02 Dec 2013 10:10:25 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015