শাহজালাল বিজ্ঞান - TopicsExpress



          

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ----- ----- ----- ----- ----- ----- ----- ----- ----- ----- ----- SUST & JSTU এর পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে হয়ার কথা থাকলেও এ বছরও আলাদা আলাদা ভাবে ই পরীক্ষা হবে।সেই ধারাবাহিকতায় আগামি ২১ ই মার্চ শাবিপ্রবি এর ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার সময়সূচি: Exam Date-২১ ই মার্চ,২০১৪(শুক্রবার) Exam Time- A1 unit held in 09:30 am. B1 unit held in 03:00 pm. B2 unit held in 03:00 pm. B3 unit held in 03:00 pm. B4 unit held in 03:00 pm. পরীক্ষার কেন্দ্র ও আসন বিন্যাস: সকল পরীক্ষা অবশ্যই শাবিপ্রবি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।যদিও অনেকেই যবিপ্রবি তে পরীক্ষা কেন্দ্র দিয়েছিলে তাদের কেও শাবিপ্রবি তে পরীক্ষা দিতে হবে। আসন বিন্যাস জানতে website দেখো পরীক্ষার বিষয় ও সময়: A1 unit- Science : English (20), Bangla (10), Physics (10), Chemistry (10), Math/Biology (10), Bangladesh & International Affairs (30). Humanities : English (20), Bangla (10), Economics, Civics, Logic, Social Science, Social Welfare, History and Islamic History, Bangladesh & International Affairs (30), General Mathematics (10 Commerce : English (20), Bangla (10), Accounting, Business Policies and Application, Bangladesh & International Affairs (30), General Mathematics (10). পরীক্ষার সময় ১ ঘন্টা ৩০ মিনিট। B1 unit- English(10),Physics(20),Chemistry(20),Math(20). পরীক্ষার সময় ১ ঘন্টা ৩০ মিনিট। B2 unit-English(10),Physics(20),Chemistry(20),Bi ology(20),Math(20). পরীক্ষার সময় ২ ঘন্টা। B3 unit-English(10),Physics(20),Chemistry(20),Ma th(20),Drowing(30). পরীক্ষার সময় ২ ঘন্টা ৩০ মিনিট। B3 unit-English(10),Physics(20),Chemistry(20),Ma th(20),Drowing(30). পরীক্ষার সময় ৩ ঘন্টা। পরীক্ষা পদ্ধতি: ভর্তি পরীক্ষা হবে MCQ পদ্ধতি তে। প্রতিটি ভুল উত্তরের জন্য .২৫ নম্বর কাতা যাবে। অন্যান্য: i)B1,B2,B3,B4 unit এর জন্য আলাদা আলাদা মেধা তালিকা প্রস্তুত হবে।মেধা তালিকার ১০০ নম্বরের মধ্যে ৭০ নম্বর ভর্তি পরীক্ষা ও SSC & HSC তে প্রাপ্ত গ্রেডের যোগফলের ৩ গুন তবে অনিয়মিত দেড় ক্ষেত্রে ২.৭ গুন হবে। ii)আর্কিটেক্চার এর জন্য অবশ্যই পরীক্ষার্থীই কে ৪০% মার্ক পেতে হবে। iii)ইংলিশ বিভাগে ভর্তির জন্য অবশ্যই পার্থি কে English ৫০% মার্ক পেতে হবে। iv)অর্থনীতি বিভাগে ভর্তির জন্য মানবিক ও বানিজ্য বিভাগের ছাত্র- ছাত্রীদের অবশ্যই গণিতে ৫০% মার্ক পেতে হবে। v)যে কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। প্রবেশ পত্র: সদ্যতোলা ২ কপি পাসপোর্ট সাইজ এর সত্যায়িত ছবি যার পেছনে অবশ্যই পরীক্ষার্থীর নাম ও রোল লিখা থাকতে হবে
Posted on: Thu, 20 Mar 2014 06:38:17 +0000

Trending Topics



r>
30px;"> Marilyn Manson - In the Shadow of the Valley of Death LIVE (2:46)
Has dieting just never worked for you?? Maybe cuz you call it
Niland Camber of Commerce, part 3,,,, Ms,Robbi Speaks Slab
legitimate personal loans for people with bad credit
To my Facebook family and friends: CANNOT SEEM TO LAND THAT
nside an office building one morning, a broken elevator forces
“And it will be because you are listening to these laws, and you

Recently Viewed Topics




© 2015