শাহবাগের বিরিয়ানী - TopicsExpress



          

শাহবাগের বিরিয়ানী চত্ত্বরে গনজারজ মঞ্চের এক তরুনীর সাক্ষাৎকার তার মাথায় পতাকা এবং হাতে একটা প্লাকার্ড যেখানে লেখা আছে , গোলাম আযম তুই রাজাকার , ফাসি চাই ফাসি চাই- me: xcuse মি আপু . আপনি কি সকাল থেকে এখানে আছেন ? she>হ্যা আমি , আমার বন্ধুরা এবং আমার আব্বু , আম্মুসহ এখানে এসেছি রাজাকারের ফাসির দাবিতে Me> আচ্ছা আপু আপনি তো যুদ্ধ দেখেননি । আপনি জানেন কিভাবে আযম রাজাকার ? she>আজব প্রশ্ন । এটা তো সবাই জানে ।মিডিয়াতে এটা ছড়াছড়ি তাছাড়া এটা প্রমান হয়েছে । Me>ও তাই । আচ্ছা আপনার আব্বুকে যদি এই সমাজ রাজাকার বলে আপনি কি করবেন । she>আমার আব্বা রাজাকার না ।কি সব আজে বাজে কথা বলছেন । Me>যদি সরকার এবং মিডিয়া প্রচার করে আপনার আব্বা রাজাকার , তাহলে তো আপনার মতো সবাই অন্ধভাবে বিলিভ করবে যে তিনি রাজাকার । she>তা ঠিক কিন্তু আমি জানি , উনি দেশের জন্য কি করেছেন এবং উনি রাজাকার না ,উনি একজন ইসলামী বক্তা । Me>আযমীও তো বলেছি তার আব্বা রাজাকার না ।তার খালাস চাইছে ।তবে কেনো আপনার ভাবমুর্তির মত আযমী কে কেও বিশ্বাস করছেনা । she>(নিষ্চুপ) Me>আপু শোনেন এদেশে একজন রাজাকার হয়েও বুক ফুলিয়েও চলছে , আর একজন রাজাকার না হয়েই ফাসিতে ঝুলছে ।এই হচ্ছে দেশের পলিটিকস । she>আপনি কি চাননা রাজাকারের ফাসি হোক? Me>চাই । তবে আমি জানিনা আসলেই তারা রাজাকার কিনা ।তবে কেও যদি সত্যি সত্যি অপরাধী হয় তবে একদিন সে শাস্তি পাবেই সে আছ হোক বা পরকালে হোক। she>এত কথা বলার টাইম নাই ভাই। ট-তে টাইম বোমা তুই রাজাকার, তুই রাজাকার!!! +++++ ।ফাসি চাই ফাসি চাই করছি বাট কেও জানিনা আসলেই উনি ফাঁসির যোগ্য কিনা। চিলে কান নিয়েছে । কেউ দেখছিনা কান আছে কিনা ।সবার মতো কান খুঁজতে দৌড়াদৌড়ি করছি ।আসলে বিবেকের কাছে আমরা কেও নিজেদের পরিমাপ করতে পারিনা ।সব সময় একটাই দোয়া করূন যেনো আল্লাহ সবকিছু ঠিক ভাবে করে । সবার চিন্তাধারা যদি একরকম হতো সঠিক হতো তাহলে এই অশ্লীল রাজনীতি থেকে আমরা মুক্তি পেতাম। -ফ্যান পোস্ট
Posted on: Fri, 19 Jul 2013 04:18:51 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015