শবে বরাতের ইবাদত সমূহ: ১) - TopicsExpress



          

শবে বরাতের ইবাদত সমূহ: ১) একশ রাকাআত নামায আদায় করা ২) এ রাতে কুরআন অবতীর্ণ হওয়া এবং মানুষের আগামী বছরের ভাগ্য নির্ধারিত হওয়ার ধারণা। ৩) হালুয়া-রুটি খাওয়া। ৪) মিষ্টি দিয়ে জীব-জন্তুর প্রতিকৃতি তৈরি করা। ৫) মিলাদ ও জিকিরের মজলিস ৬) এ রাতে বিশেষ ভাবে কবর যিয়ারত করা। ৭) রাস্তা-ঘাট, ঘর-বাড়ী, মসজিদ- মাদরাসা ইত্যাদি আলোক সজ্জা করা। ৮) এ রাতে মৃতদের আত্মা দুনিয়াতে পূণরাগমনের বিশ্বাস করা। ★সবাই শেয়ার করুন★
Posted on: Mon, 24 Jun 2013 03:18:03 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015