শুভ (আমার শালাবাবু) ওর - TopicsExpress



          

শুভ (আমার শালাবাবু) ওর সামার কোর্সের অংশ হিসাবে এই তিরিশ-সেকেন্ডের মুভিটা বানিয়েছে। টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটিতে কম্পিউটার সাইন্সে ব্যাসেলর্স করার পর ও একই বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ভিসুয়ালাইজেশন এর গ্রাজুয়েট স্টুডেন্ট। ওখানে ওর শিক্ষক এন ম্যাকনামারা আর শিক্ষক-সহযোগী টিম স্বোয়ার্জ এর তত্ত্বাবধানে ড্রিমওয়ার্ক্স স্টুডিও এর কয়েকজন আর্টিস্ট ও কম্পিউটার-গ্রাফিক্স কারিগরের এর প্রত্যক্ষ সহযোগীতায় ওদের ক্লাশ তিনভাগে বিভক্ত হয়ে তিনটা টিম করে তিনটা তিরিশ-সেকেন্ডের মুভি বানিয়েছে। এই মুভিটা তার একটা। বিস্তারিত নিচের লিঙ্কে। শুভকে অভিনন্দন। আমরা তোমার সাফল্যে গর্বিত। Shuvo, my brother-in-law, has made the following 30-second movie as part of his summer course. After getting his bachelors’ degree from Texas A&M University in Computer Science, he studies as a graduate student at the Department of Visualization of the same university. His fellow students at a summer class formed three teams to develop three short 30-second movies under the direct supervision of their class teacher Ann McNamara and graduate teaching-assistant Tim Swartz working with the artists and computer-graphics professionals from DreamWorks Animation Studio. This movie is one of them. The details are given in the links. Congratulations Shuvo. We are proud of your success.
Posted on: Wed, 10 Sep 2014 20:55:14 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015