শুভ জন্মদিন মাইকেল বালাক - TopicsExpress



          

শুভ জন্মদিন মাইকেল বালাক । আজকে এই জার্মান কিংবদন্তী মিডফিল্ডারের ৩৮ তম জন্মদিন । তিনি রেকর্ড ৩ বার জার্মান প্লেয়ার অব দ্যা ইয়ার। জার্মানির হয়ে ১৯৯৯-২০১০ পর্যন্ত খেলেছেন । ৯৮ ম্যাচে ৪২ গোল করেন । জাতীয় দলের ইতিহাসের অন্যতম সেরা স্কোরার । ২০০৪-২০১০ পর্যন্ত ছিলেন তিনি জার্মানির অধিনায়ক । তিনি জার্মানির হয়ে ৪ টি মেজর টুর্নামেন্ট খেলেছেন । কিন্তু তার ভাগ্যে হয়তো মেজর ট্রফি লিখা ছিলনা । মজার কথা হল, তিনি সেই চারটি টুর্নামেন্টেই অসাধারণ খেলেছেন এবং টুর্নামেন্ট গুলার সেরা একাদশে নিজের জায়গা করে নিয়েছিলেন । প্লেয়ার হিসেবে তিনি ছিলেন অনন্য সাধারণ । সে একজন কমপ্লিট প্যাকেজ ছিল । পাসিং, লং পাসিং, ক্রসিং, ভলি, লং শট, শট পাওয়্যার সবকিছুতেই তিনি ছিলেন বস । তার সাথে শুধু একটা জিনিসই ছিলোনা । সেইটা হল ভাগ্য । ১৯৯৮ সালে কাইজারলউটার্নের হয়ে খেলার সময় তিনি সকলের নজরে আসেন । তার দল কাইজারলউটার্ন তার আগের সিজনে দ্বিতীয় বিভাগ থেকে বুন্দেস্লিগায় আসেন । তারা সবাইকে চমক দেখিয়ে ১৯৯৮/৯৯ সিজনের বুন্দেস্লিগা জিতে যান । তার পরের সিজনে নাম লিখান বায়ার লিভারকুসেনের হয়ে । তার একক নৈপুণ্যে লিভারকুসেন ২০০১/২ সিজনের UCL ফাইনাল খেলেন । লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেডের মত বিশ্বসেরা ক্লাবদের হারিয়েই লিভারকুসেন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে উঠেন । কিন্তু ফাইনালে তারা রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে পরাজিত হন । সেই সিজনেই বুন্দেস্লিগা জিততে তাদের শেষের ৩ ম্যাচে প্রয়োজন ছিল মাত্র ৫ পয়েন্ট । কিন্তু তারা সেই ৫ পয়েন্ট নিতে অসক্ষম হন এবং বায়ার্ন লিগ জিতে যায় । তার দল তিরে এসে তরি ডুবিয়েছে । তবে, বালাক ছিল অপ্রতিরোধ্য । জিতে নেন ইউয়েফা মিডফিল্ডার অব দ্যা ইয়ারের এওয়ার্ড । তার পরের সিজন শুরু হওয়ার পূর্বে সবার ধারণা ছিল মাইকেল বালাক রিয়াল মাদ্রিদে আসবেন । কিন্তু সবাইকে চমকে দেখিয়ে বুন্দেস্লিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের হয়ে তার নাম লিখান । সেই বছরেই ফিফা বিশ্বকাপের ফাইনাল খেলেন তার জার্মানি । ফাইনালে বালাকবিহীন জার্মানিকে ২-০ গোলে হারিয়েছেন চ্যাম্পিয়ন ব্রাজিল । QF এবং SF-এ হলুদ কার্ড দেখার কারণে ফাইনাল মিস করেছিল এই মিডফিল্ড মায়েস্ট্রো । সেই বিশ্বকাপের অন্যতম সেরা প্লেয়ার ছিলেন এই কিংবদন্তী মিডফিল্ডার । তার একমাত্র গোলেই আমেরিকাকে হারিয়ে জার্মানি সেমিতে চলে যান। সেমিতেও তার একমাত্র গোলেই হোস্ট কোরিয়া রিপাবলিককে পরাজিত করে জার্মানি এবং ১২ বছর পর বিশ্বকাপ ফাইনালে তাদের জায়গা করে নেন । ম্যাচে্র ৭৩ মিনিটে একটা ট্যাক্টিকাল ফাউলের জন্য তাকে হলুদ কার্ড দেখতে হয় । হলুদ কার্ড দেখার কয়েক মিনিট পরেই ম্যাচের একমাত্র গোল করে বালাক । গোল দেয়ার পর তার চোখ দিয়ে গড়গড় করে পানি পরতে থাকেন । তৎকালীন জার্মান কোচ রুডি ভোলার সেই ট্যাক্টিকাল ফাউলটির সম্পর্কে বলেছেন, বালাক নিজের দেশের জন্য এত বড় স্যাক্রিফাইস করেছেন । ফাউলটা না করলে হয়তো জার্মানি সেইবার ফাইনাল খেলতে পারতনা। সেই ফাউলটার জন্য নিজ দেশ জার্মানিতে তাকে STANDING OVATION দেয়া হয় । বায়ার্নের হয়ে চার সিজন খেলেছেন । ১০৭ ম্যাচে করেন ৪৪ গোল । প্রথম দুই সিজনে ডাবল এবং শেষের সিজনে ডাবল জিতেছেন এই মিডফিল্ড কমান্ডার । ২০০৬ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয় জার্মানিতে । আমার দেখা সেরা বিশ্বকাপ । জার্মানি ৩য় স্থান অর্জন করেন । বালাক সেই বিশ্বকাপের সেরা একাদশেরও মেম্বার ছিলেন । সেমি-ফাইনালে ইতালির কাছে হেরে যাওয়ার পর তার কান্নাভরা মুখ দেখে আমি নিজেকে আর আটকাতে পারিনি । আমিও তার সাথে কেঁদেছিলাম । তখন রাত ৩ টা বাজছিল । ২০০৬ সালের বিশ্বকাপের পর ফ্রি-এজেন্ট হয়ে নাম লিখান চেলসিতে । তার চেলসি ক্যারিয়ার এতটা সফল ছিলোনা । কিন্তু দিনে দিনে তিনি চেলসির একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসেবে পরিণত হন । এসিয়েন-ল্যাম্প-কোলদের নিয়ে একটি ফরমিডেবল মিডফিল্ড গঠন করেন । ২০০৭/০৮ সিজনের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তার দল চেলসি টাইব্রেকারে পরাজিত হয় ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে । চ্যাম্পিয়ন্স লিগের স্বাদ পাওয়া হলনা এই মিডফিল্ড কমান্ডারের । ২০১০ সালের ফিফা বিশ্বকাপের কিছু আগের কথা । চেলসির হয়ে FA Cup Final খেলার সময় K.P Boateng এর ইচ্ছাকৃত ফাউলে তিনি মারাত্মকভাবে injured হন । তার বিশ্বকাপ খেলার আশা মাটিতে মিশে যায় । সেই ম্যাচটি ছিল চেলসির হয়ে তার শেষ ম্যাচ । ২০০৮ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্পেনের কাছে তার দল জার্মানি ১-০ গোলে পরাজিত হন । মেজর কোন ট্রফি জিতা হয়নি এই লিজেন্ডের । মেজর ট্রফির স্বাদ পেলনা এই লিজেন্ড । অস্ট্রিয়ার সাথে তার দেয়া ফ্রি-কিক গোলটি ছিল আমার দেখা সেরা গোল । কমেন্টেটর সেই গোলটি হওয়ার পর বলেছিলেন, ইটস মাইকেল বালাক । মাইকেল বালাক scores for জার্মানি । 4 minutes into the 2nd half .. thats just an absolute brilliant strike by Michael Ballack .. মারভেলাস ফ্রি-কিক । এ স্ক্রিমার ফ্রম মাইকেল বালাক & জার্মানি হ্যাভ নেভার lost a game when হি হ্যাজ scored। তারপর, চেলসি মিশন শেষ করে আবার ফিরে যান লিভারকুসেনে । সেইখানে দুই সিজন খেলার পর ফুটবলকে আল্ভিদা জানান এই কিংবদন্তী । ২০১২ সালের ২য় ২ অক্টোবার ফুটবল থেকে রিটায়ার নেন এই লিজেন্ড :( তার সম্পর্কে কিছু লিজেন্ডের উক্তিঃ Bastian Schweinsteiger: Ballack is my Idol. ফ্যাঙ্ক ল্যাম্পিঃ সে টিম-মেট হিসেবে অসাধারণ। অলিভার কানঃ ২০০১-২০১০ পর্যন্ত মাইকেল বালাক ছিল জার্মানির সেরা প্লেয়ার Thierry Henry: Ballack is one of the greatest midfielders of this generation. রুডি ভোলারঃ মাইকেল বালাক ছাড়া জার্মান দল কল্পনা করা যায়না । তার কোন রিপ্লেস্মেন্ট নেই। Happy Birthday IDOL. Alles Gut Zum. Many many happy returns of the day . thanks for everything :) ^_^
Posted on: Fri, 26 Sep 2014 08:38:35 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015